১৪ অক্টোবর ২০২৫

অবসরের ঘোষণা দিলেন মালিঙ্গা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অবসরের ঘোষণা দিলেন মালিঙ্গা

ক্রীড়া ডেস্ক: ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন লাসিথ মালিঙ্গা। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসরে যাবেন তিনি। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলছে শ্রীলঙ্কা। টেস্ট সিরিজে ইতিহাস গড়ে জয় তুলে নিলেও ওয়ানডে সিরিজে ভরাডুবি হয়েছে লঙ্কানদের। পাঁচ ম্যাচের সিরিজে সফরকারীরা হয়েছে ধবলধোলাই। টি-টোয়েন্টি সিরিজেও ইতোমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ হেরে গিয়েছে তারা। এই দুই ফরম্যাটে লঙ্কানদের নেতৃত্ব দিচ্ছেন মালিঙ্গা।

২০০৪ সালের জুলাই মাসে অজিদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মালিঙ্গার। ৩০টি টেস্ট ম্যাচ খেলে ১০১টি উইকেট শিকার করেছেন তিনি। একদিনের ম্যাচ খেলেছেন ২১৮টি। দখলে নিয়েছেন ৩২২টি উইকেট। ৭২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৯৭টি উইকেট।

শনিবার (২৩ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৬ রানে হারের পর বর্তমান লঙ্কান অধিনায়ক জানান ক্রিকেট থেকে অবসরের চিন্তাভাবনা করছেন তিনি। আগামী বছর (২০২০ সাল) অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পরেই ক্রিকেট থেকে অবসরে যাবেন বলে জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই লঙ্কান পেসার। অবসরের ব্যাপারে মালিঙ্গা জানান, ‘বিশ্বকাপের পরই আমার ক্রিকেট ক্যারিয়ার সমাপ্তির দিকে যাবে। আমি চাই ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ক্যারিয়ারের সমাপ্তি টানতে।’

বিশ্বের একমাত্র বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে তিন বার হ্যাট্রিক করেছেন লাসিথ মালিঙ্গা। যার মধ্যে ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা চার বলে চার উইকেট নেন এই ডানহাতি পেসার। এছাড়া একমাত্র বোলার হিসেবে দুইটি বিশ্বকাপে হ্যাট্রিক করার কৃতিত্ব আছে এই লঙ্কানের।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন