
অন্তরঙ্গ খেলাঘর আসরের প্রতিষ্ঠার ৪৪ বছর উদযাপন ও শিশু মেলা উপলক্ষে মতবিনিময় সভা


এম আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুরে শিশু কিশোর সংগঠন অন্তরঙ্গ খেলাঘর আসর এর প্রতিষ্ঠার ৪৪ বছর উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আসরের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিজার রহমান। সভায় আসরের প্রতিষ্ঠার ৪৪ বছর উদযাপন ও শিশু মেলার ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। ২২ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭টায় আসরের নিজস্ব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। রাশেদুজ্জামান রাশেদকে উদযাপন কমিটির চেয়ারম্যান ও মীর সানোয়ার আলীকে আহবায়ক করে ওই কমিটি করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলো, মোঃ আজিজার রহমান, আহাদুজ্জামান তুহিন, মীর আনোয়ার আলী মুকুল, ম,ম রেজাউল হক বিদ্যুৎ, মাসুদ, বিপ্লব, টিপু, মামুন এবং সমন্বয়ক এম আর আলী টুটুল। আগামী ২৮ ও ২৯ শে মার্চ অন্তরঙ্গ খেলাঘর আসরের প্রতিষ্ঠার ৪৪ বছর উপলক্ষে শিশু মেলা অনুষ্ঠিত হবে অন্তরঙ্গ প্রশিক্ষণ মাঠে।
বিপি/কেজেআপনি এগুলোও পছন্দ করতে পারেন





