
অপারেশন টেবিলে রোগী রেখে ডাক্তার-নার্সের কান্ড !



বাংলাপ্রেস ডেস্ক: অপারেশন টেবিলে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে রোগী। অপারেশন থিয়েটারের দরজাও বন্ধ। কোনও কারণে তখনও এসে পোঁছাননি মূল সার্জন। সুযোগ বুঝে নার্স বা সেবিকাকে কাছে টেনে নিলেন সহকারী চিকিৎসক। চুম্বন করলেন তাঁর ঠোঁটে। গোটা ঘটনাই ভিডিও রেকর্ডিং হচ্ছিল।
দু’দিন পর সেটি পৌঁছাল হাসপাতাল কর্মী ও নার্সদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তারপর সেখান থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় এবং একাধিক গ্রুপে৷ হাসপাতাল সেবিকা ও চিকিৎসকের চুম্বনের এই ভাইরাল ভিডিও ঘিরেই এখন তুঙ্গে বিতর্ক৷
এমনই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর একটি সরকারি হাসপাতালে। ভাইরাল ভিডিওটি রেকর্ড করা হয়েছে ওই হাসপাতালেরই মূল ভবনের অপারেশন থিয়েটারের অন্দরে। ভিডিওতে থাকা চিকিৎসকের নাম ডা. রাজু নিদারিয়া। সোমবারই অভিযুক্ত চিকিৎসককে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন উজ্জয়িনীর জেলাশাসক শশাঙ্ক মিশ্র৷ তাঁর নির্দেশ মতোই অভিযুক্তকে সরিয়ে দিয়েছেন আরসিএমএইচও ডা. এম এল মালব্য।

এই ঘটনার পিছনে কোনও ভাবে ওই সেবিকার ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ কারণ, যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেটি দেখেই মনে হচ্ছে, ওটি সেবিকার মোবাইলেই রেকর্ড করা হয়েছে। শুক্রবার ভিডিওটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হলেও রবিবারের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পুলিশ জানিয়েছে, এখনও বেপাত্তা ওই চিকিৎসক। হাসপাতাল কর্মীরা জানিয়েছে, ছুটি নিয়ে শনিবার থেকেই হাসপাতালে আসছেন না ডা. নিদারিয়া। এমনকী তাঁর মোবাইল ফোনও বন্ধ। তদন্তকারীরাও ওই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





