১৪ অক্টোবর ২০২৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপের ২০তম ম্যাচে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীংলকা। টেবিলের হিসাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তৃতীয় আর শ্রীলংকা পঞ্চম। জয়ের জন্যই মাঠে নামবে ফেভারিট অস্ট্রেলিয়া। আর লংকানরাও জয়ের বাইরে কিছু ভাবছে না।

নবাগত আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে অস্ট্রেলিয়া। এরপর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অব্যাহত রাখে জয়ের ধারা। তৃতীয় ম্যাচে ভারতের কাছে হার। এই হার তাদের ভুল শুধরে নিতে সাহায্য করে। পরের ম্যাচেই দুর্দান্তভাবে মাঠে ফেরে অস্ট্রেলিয়া। পাকিস্তানকে হারিয়ে শিরোপার দাবি জোরদার করে তারা। এবার শ্রীলংকার বিপক্ষেও জয়েই চোখ অজিদের।

এদিকে, নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটের হার দিয়ে বিশ্বকাপ শুরু করে শ্রীলংকা। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় আফগানিস্তানকে হারিয়ে। এরপর তৃতীয় ম্যাচে পাকিস্তান ও চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বৃষ্টির কল্যাণে এক পয়েন্ট করে পায় লংকানরা। তবে অজিদের বিরুদ্ধে লড়েই পয়েন্ট চায় লংকানরা।

এ পর্যন্ত ৯৭ বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। জয়ের হিসাবে অজিদের পকেটে ৬০ ম্যাচ আর শ্রীলংকা জয় পেয়েছে ৩৩টিতে। বাকি ৪ ম্যাচে কোনও ফলাফল হয়নি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন