১৪ অক্টোবর ২০২৫

পাকিস্তানে সমর্থকদের 'শায়েস্তা' করতে অন্তর্বাস খুললেন পুনম (ভিডিওসহ)

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পাকিস্তানে সমর্থকদের 'শায়েস্তা' করতে অন্তর্বাস খুললেন পুনম (ভিডিওসহ)

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের আগে ফের শিরোনামে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ একটি পাকিস্তানি বিজ্ঞাপনে তাঁকে নিয়ে মশকরা করা নিয়ে ভারতে নিন্দার ঝড় উঠেছে৷ ব্যতিক্রমী নন অভিনেত্রী পুনম পাণ্ডেও৷ অভিনন্দনকে নিয়ে পাকিস্তানের যে কুরুচিকর বিজ্ঞাপন বানিয়েছে, তা যে সমর্থন যোগ্য নয়, সে কথা শোনা গেল পুনম পাণ্ডের মুখেও৷ কিন্তু তিনি যেভাবে প্রতিবেশী দেশের নিন্দা করলেন, তাও আবার শালীনতার মাত্রা ছাড়িয়ে গেল৷

রেকর্ড বলছে, বিশ্বকাপের মঞ্চে ভারতের বিরুদ্ধে কোনও জয়ের ইতিহাস নেই পাকিস্তানের৷ আগামী ১৬ জুন ফের ক্রিকেটীয় যুদ্ধে নামতে চলেছে যুযুধান দু’পক্ষ৷ বিশ্ব ক্রিকেটে যা সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ হিসেবেই পরিচিত৷ কিন্তু ময়দানি যুদ্ধ শুরুর আগেই মাঠের বাইরে কাদা ছোঁড়াছুঁড়ি শুরু হয়ে গিয়েছে৷ বেসরকারি পাক টিভি চ্যানেল জ্যাজ টিভির একটি বিজ্ঞাপনে ভারত-পাক ম্যাচ নিয়ে যে বিজ্ঞাপন সম্প্রচার করেছে চ্যানেলটি, সেখানে কটাক্ষ করা হয়েছে উইং কম্যান্ডারর অভিনন্দনকে৷ চলতি বছর পাকভূমিতে অভিনন্দন আটক হওয়ার পরই প্রকাশ্যে এসেছিল একটি ভিডিও৷

বিজ্ঞাপনটিতে সেই দৃশ্যই উঠে এসেছে৷ সেখানে অভিনন্দন বর্তমানের মতো দেখতে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে৷ আহত অবস্থায় পাক সেনার হাতে বন্দি অভিনন্দনের মতোই জেরায় প্রশ্নের উত্তর দিচ্ছেন ওই অভিনেতাকে। বাস্তবে উইং কমান্ডার যেমন পাক সেনার সমস্ত প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন, এক্ষেত্রেও অভিনেতা তেমনটাই করেছেন৷ এখানে প্রশ্নগুলো পালটে হয়েছে ক্রিকেট সংক্রান্ত৷ যাতে অভিনেতার উত্তর, “আই অ্যাম নট সাপোজ টু টেল ইউ৷” সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনটি ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড় ওঠে৷ এবার এর সমালোচনা করলেন মডেল-অভিনেত্রী পুনমও৷ কিন্তু টুইটে তাঁর প্রতিবাদের ভঙ্গি নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন৷

[embed]http://twitter.com/i/status/1139157150003896320[/embed]

একটি ভিডিও পোস্ট করেন পুনম৷ প্রথমে নিজের মোবাইলে দসেই বিজ্ঞাপনটি দেখান৷ তারপর বলেন, “পাকিস্তান, এটা একেবারেই ঠিক হয়নি৷ টি-কাপের পিছনে কেন ছুটছেন?” তারপর প্রকাশ্যেই নিজের অন্তর্বাস খুলে ফেললেন তিনি৷ আর নিজের ব্রা দেখিয়ে বললেন, “যখন ডি-কাপ রয়েছে৷ তাও দুটি৷ এটায় চা-ও খেতে পারেন৷” পুনমের এমন মশকরার সমালোচনা করেছেন অনেকেই৷ নেটিজেনদের একাংশের মতে, এভাবে পাকিস্তানের সমালোচনার তুলনায় নিজের প্রচারেই ব্যস্ত পুনম৷ এমন ভিডিওর মাধ্যমে পাক সমর্থকদের উৎসাহই দিয়েছেন বলেও অভিযোগ অনেকের৷

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন