
পার্বতীপুরে হাতির প্রসব দেখতে মানুষের ভিড়!


আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) থেকে : দিনাজপুরের পার্বতীপুরে একটি হাতির বাচ্চা প্রসবের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার হাবড়া ইউনিয়নের হাবড়া হাট এলাকায় শুক্রবার রাত ৩টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রংপুরের খালাশপীর এলাকা থেকে বদরগঞ্জ মেলায় যাওয়ার পথিমধ্যে রাত হওয়ায় পার্বতীপুর উপজেলাধীন হাবড়া ইউনিয়নের হাবড়াহাট এলাকা রাস্তার পাশে হাতিটিসহ আশ্রয় নেয় সার্কাসের অংশ্রগ্রহণকারী লোকজন।
পরে রাত ৩টায় হঠাৎ হাতির গোঙ্গানীর আওয়াজ শুনতে পেয়ে কাছে গেলে হাতিটি’র বাচ্চ প্রসবের ঘটনা দেখতে পায়। সার্কাসের অংশ্রগ্রহণকারী দলের অন্যতম সদস্য রাসেদুল ইসলাম জানান, বাচ্চাসহ মা হাতি সুস্থ্য আছে। মালিক এলে বাচ্চাসহ মা হাতিটিকে ট্রাকে করে নিয়ে যাওয়া হবে। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে হাতির বাচ্চাটিকে একনজর দেখতে সকাল থেকেই সেখানে ভিড় জমান উৎসুক জনতা।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





