
পলাশবাড়ীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিহত গ্রাম পুলিশের পরিবারকে সহায়তা


রওশন আলম পাপুল, গাইবান্ধা থেকে : ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ পরিমল চন্দ্র রবিদাসের (৩০) পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে পাঁচ হাজার টাকা, ২৫ কেজি চাল, তেল ও চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হয়। পবনাপুরের চরেররহাট গ্রামে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ হোসেন পরিমল চন্দ্র রবিদাসের স্ত্রীর হাতে এসব উপকরণ তুলে দেন। পরিমল ওই গ্রামের মৃত দ্বীপচরণ রবিদাসের ছেলে। এসময় হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর কামাল হোসেন, পবনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম ও ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউএনও আরিফ হোসেন বলেন, পরিমল চন্দ্র রবিদাসের স্ত্রী ও দুই মেয়ে যেন সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারে সে ব্যাপারে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতা করা হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে অসুস্থ্য ছিলেন পরিমল চন্দ্র রবিদাস। এ অবস্থায় মঙ্গলবার রাতে তিনি নিজ বাড়ীতে মারা যান।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





