১৫ অক্টোবর ২০২৫

প্রায় ২ কোটি টাকার খেলনা চুরি, অস্ট্রেলীয় গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
প্রায় ২ কোটি টাকার খেলনা চুরি, অস্ট্রেলীয় গ্রেপ্তার
বাংলাপ্রেস ডেস্ক:  অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে প্রায় আড়াই লাখ অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা) মূল্যের বিপুল পরিমাণ লেগো ও খেলনা উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এসব লেগো ও খেলনা ডিপার্টমেন্ট স্টোর থেকে চুরি করা হয়েছিল। এ ঘটনায় এক ব্যক্তিকে চুরির দায়ে পুলিশ গ্রেপ্তার করেছে বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি। দক্ষিণ অস্ট্রেলিয়ার পুলিশ শনিবার রয়াল পার্কের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় দুই হাজার ৫০০টি সামগ্রী উদ্ধার করে।এর মধ্যে এক হাজার ৭০০টি লেগোর বাক্স এখনো খোলা হয়নি। পুলিশ জানিয়েছে, এগুলো অনলাইনে বিক্রির জন্য মজুদ রাখা হয়েছিল। দক্ষিণ অস্ট্রেলিয়ায় খুচরা দোকান থেকে চুরি ঠেকাতে পরিচালিত কার্যক্রমের মধ্যে এটিই সবচেয়ে বড় জব্দ অভিযান। এত বেশি লুটকৃত খেলনা সরিয়ে নিতে পুলিশের অতিরিক্ত সদস্য ডাকা হয়, যা তিনটি ট্রাক ভর্তি করে নিয়ে যেতে হয়েছিল।
এ ঘটনায় ৪১ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে আগামী ৩০ সেপ্টেম্বর পোর্ট অ্যাডিলেড ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে।লেগো ছাড়াও উদ্ধার হওয়া খেলনার মধ্যে ছিল নরম খেলনা, ওয়াটার গান, খেলনা ট্রাক এবং পোকেমন, বার্বি, হ্যালো কিটি ও থমাস দ্য ট্যাংক ইঞ্জিনের মতো জনপ্রিয় ব্র্যান্ড। দক্ষিণ অস্ট্রেলিয়া পুলিশের জন ডে ক্যান্ডিয়া বলেন, ‘এ উদ্ধার অভিযানের প্রাপ্ত পণ্যের পরিমাণ উল্লেখযোগ্য ও এটি অভিযুক্ত ব্যাক্তির চুরির গভীরতা প্রমাণ করে।’ তিনি জানান, দোকানগুলোর সঙ্গে যৌথভাবে পরিচালিত এ ধরনের অভিযানের লক্ষ্য হচ্ছে চোরদের শনাক্ত করা, বিশেষত যারা বারবার অপরাধ করে বা হুমকি দিয়ে চুরি করে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন