
পরিচালক আমার বুকের ভিতর হাত ঢোকানোর চেষ্টা করেছিল



বাংলাপ্রেস অনলাইন: #MeToo নিয়ে এখন সরগরম বলিউড। একের পর এক স্টার জড়াচ্ছেন #MeToo অভিযোগে। কিন্তু এতদিন পর্যন্ত শুধু পুরুষ সেলেব্রিটিদের বিরুদ্ধে অভিযোগ উঠছিল। এই প্রথম এক মহিলার বিরুদ্ধে উঠল #MeToo অভিযোগ। তিনি কঙ্গনা রানাউত।
নানা পাটেকর, অলোক নাথ, সাজিদ খান, অনু মালিক, বিকাশ বহেল, অভিজিৎ ভট্টাচার্য ও অমিতাভ বচ্চনের বিরুদ্ধে উঠেছে #MeToo-র অভিযোগ। যাঁরা অভিযোগ তুলেছিলেন, তাঁদের মধ্যে ছিলেন কঙ্গনা রানাউত। বিকাশ বহেলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তিনি। বলেছিলেন তাঁর পোশাকের ভিতর হাত ঢোকানোর চেষ্টা করেছিলেন পরিচালক। এবার কঙ্গনার বিরুদ্ধেই উঠল অভিযোগ। তুলেছেন অধ্যয়ন সুমন।
দু’বছর আগেও কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন অধ্যয়ন সুমন। সেবার নিজের অভিজ্ঞতার কথা বলেছিলেন তিনি। অভিযোগ তুলেছিলেন, তাঁর উপর কালো জাদু করেছিলেন কঙ্গনা। এবার তিনি বললেন, ২০১৬ সালে তিনি যখন কঙ্গনার সঙ্গে সম্পর্কে ছিলেন, তখন কঙ্গনা তাঁর উপর শারীরিক অত্যাচার চালাতেন। এ নিয়ে অধ্যয়ন টুইটও করেন।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





