বাংলাপ্রেস ডেস্ক: টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। খেলতে চান শুধু ওয়ানডে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শেষে ব্যাট-প্যাড তুলে রাখতে চান তিনি। যেমনটা টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি জয়ের পর অবসর নিয়েছেন।ঠিক তেমনি ওয়ানডে বিশ্বকাপ জিতেই অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
তবে সেই খায়েশ পূরণ হবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা গিয়েছে। ফাইনালে ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন দেখার আগে যে গুঞ্জন উঠেছে রোহিতের স্কোয়াডে জায়গা নাও হতে পারে। ৩৮ বছর বয়সী ব্যাটারের সঙ্গে বিরাট কোহলিরও জায়গা হবে না বলে শোনা যাচ্ছে।রোহিতের ওয়ানডে ভবিষ্যত যখন দোলাচলে তখন কিছু বলছেন ভারতের সাবেক অলরাউন্ডার যোগরাজ সিং।
যার আরেক পরিচয় তিনি কিংবদন্তি যুবরাজ সিংয়ের বাবা। রোহিতকে আরো ৫ বছর ভারতীয় দলের প্রয়োজন বলে জানিয়েছেন যোগরাজ। তিনি বলেছেন, ‘রোহিতকে নিয়ে অনেক বাজে কথা হচ্ছে।সে আমার পছন্দের লোক। সে যেভাবে ব্যাটিং করে তাতে তার ব্যাটিং এক পাশে এবং বাকিদের অন্য পাশে। এটাই তার ব্যাটিং ক্লাস। রোহিত, তোমাকে আরো ৫ বছর আমাদের প্রয়োজন।’
রোহিত যদি বিশ্বকাপের স্কোয়াডে থাকেন তখন তার বয়স হবে ৪০।এত দিন ভারতের ওয়ানডে অধিনায়ককে কিভাবে ফিটনেস ধরে রাখতে হবে তার পরামর্শও দিয়েছেন যোগরাজ। ভারতের হয়ে ওয়ানডে ও টেস্ট মিলে ৭ ম্যাচ খেলা সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘দেশের জন্য আরো কিছু দেও, তাই ফিটনেস এবং সব কিছু নিয়ে কাজ করো। তাকে ৪ জন দেন সে প্রতিদিন সকালে ১০ কিলোমিটার দৌড়াক। সে যদি চায় ৪৫ বছর পর্যন্ত খেলতে পারে। তার সেই দক্ষতা রয়েছে।’
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]