
প্যান্ট ছাড়াই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন: স্টার কিড হওয়ার লাইমলাইট যেমন উপভোগ করেন জাহ্নবী কাপুর ঠিক তেমনিই পান থেকে চুন খসলেই ট্রোলড হওয়াটাও যেন তাঁর অভ্যাসে পরিণত হয়েছে ৷
জুহুর রাস্তায় জাহ্নবী হাঁটছিলেন পরণে ছিল পিঙ্ক টি, সঙ্গে টাইট ব্ল্যাক বাম শর্ট ৷ পায়ে স্লিপার ৷ নিজের গাড়ির কাছে দাঁড়িয়ে ফোন দেখছিলেন শ্রীদেবী কন্যা ৷ তাঁর ছবি বন্দী হয়ে যায় অন্যের ক্যামেরায় ৷ ছবিটি সোশ্যাল মিডিয়ায় আসার পরই শুরু হয় ট্রোলিং ৷

নেটিজেনদের স্ক্যানারে জাহ্নবীর হাল হয় বেশ খারাপ ৷ ব্ল্যাক বাম শর্টটি নেটিজেনদের চোখে পরেনি ৷ আর তারা লিখতে শুরু করেন কেন শ্রীদেবী কন্যা প্যান্ট না পরেই রাস্তায় বেরিয়েছেন ৷
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





-68eb4afad18dd.jpg)