১৫ অক্টোবর ২০২৫

রানের রেকর্ড হলেও রোমাঞ্চকর ম্যাচ হারল বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রানের রেকর্ড হলেও রোমাঞ্চকর ম্যাচ হারল বাংলাদেশ
বাংলাপ্রেস ডেস্ক: শেষ ১২ বলে জয়ের জন্য বাংলাদেশের নারীদের দরকার ছিল ১৮ রান, হাতে তখনো ৬ উইকেট। ১৯তম ওভারে গিয়ে দুই উইকেট হারিয়ে আয়ারল্যান্ডকে মেডেন উপহার দেয় টাইগ্রেসরা। ১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ দুই ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৫ রান তুলতে পারল নিগার সুলতানা জ্যোতির দল। তাতে ১২ রানের হারে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল স্বাগতিকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশ নারীদের বিপক্ষে ৭ উইকেটে ১৫৭ রান করতে পারে বাংলাদেশ। ম্যাচ হারলেও এটি টি-টোয়েন্টিতে বাংলাদেশের নারীদের চতুর্থ সর্বোচ্চ রানের রেকর্ড। দুই দল মিলিয়ে এদিন করেছে ৩২৬ রান। যা ম্যাচে দুই দলের সম্মিলিত রানেরও রেকর্ড। ১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে এদিন শুরুটা ছিল বাংলাদেশের পক্ষেই। ওপেনিংয়ে ১০৩ রানের রেকর্ড জুটি গড়েন দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের নারীদের এটিই সর্বোচ্চ ওপেনিং জুটি। এর আগে রুমানা আহমেদ ও আয়েশা রহমানের ৮১ রানের জুটিই ছিল সর্বোচ্চ। তবে শুরুতে নিজেদের ভালো অবস্থানে নিয়ে যেতে পারলেও ইনিংসের শেষের গল্পটি আইরিশদের পক্ষে। ১০৩ রানে কোনো উইকেট না হারানো বাংলাদেশ আর ৭ রান যোগ করতেই হারায় ৩ উইকেট। একে একে বিদায় নেন সোবহানা (৩৫ বলে ৪৬), জ্যোতি (৪) ও দিলারা (৪১ বলে ৪৯)। ধাক্কা খেলেও বাংলাদেশকে কক্ষপথেই রাখেন ওয়ানডে সিরিজ মাতানো শারমিন আক্তার সুপ্তা ও তাজ নেহার। এই জুটি ২৭ রান যোগ করার পর ফেরেন তাজ নেহার (১৪ বলে ১৯)। এরপর ১৯তম ওভারে ১৫২ রানের মাথায় ফেরেন স্বর্ণা আক্তার ও রিতু মনি। পরের ওভারে ফেরেন জান্নাতুল ফেরদৌস। সুপ্তার (১৩ বলে ২৩*) একার প্রচেষ্টা কোনো কাজে লাগেনি। বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হলেও এদিন টি-টোয়েন্টিতে রানের রেকর্ড গড়ে আয়ারল্যান্ডের নারীরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রানের বিশাল সংগ্রহ গড়েছে দলটি। বাংলাদেশ নারী দলের বিপক্ষে আইরিশ নারীদের এটিই সর্বোচ্চ ইনিংস। এর আগে, টাইগ্রেসদের বিপক্ষে টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের সর্বোচ্চ রানের ইনিংস ছিল ১৫২ রানের। ২০১৮ সালে ডাবলিনে এই রান করেছিল আইরিশরা। সেই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল স্বাগতিকরা। আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪৬ রানের মধ্যে আইরিশদের দুই উইকেট তুলে নেন জাহানারা আলম ও জান্নাতুল ফেরদৌস। এরপর দলটির অধিনায়ক গ্যাবি লুইস ও চারে নামা লিয়াহ পল মিলে গড়েন ১০৭ রানের জুটি। টি-টোয়েন্টিতে তৃতীয় উইকেট জুটিতে এটিই আইরিশদের সর্বোচ্চ ইনিংস। ১৫৩ রানের মাথায় লুইস ফিরলেও পলকে আর আউট করা যায়নি। শেষদিকে আরও ২ উইকেট হারিয়ে ১৬৯ রানে থামে আইরিশরা। ওপেনিংয়ে নেমে ৪২ বলে ৬০ রান করেন লুইস। ৭টি চার ও ২ ছক্কায় নিজের ইনিংস সাজান আইরিশ অধিনায়ক। ৪৫ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি পাওয়া পল। ১০টি চারের পাশাপাশি তিনিও হাঁকান ২টি ছক্কা। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন জাহানারা, জান্নাত, ফারিহা তৃষ্ণা ও নাহিদা আকতার। এর মধ্যে ৪ ওভারে ৪০ রান খরচ করতে হয় জান্নাতকে। সমান ওভারে ২০ রান দেওয়া নাহিদাই ছিলেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সফল। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন