
রাসেলের ব্যাট দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বেধড়ক পিটুনি ডেভিডের, ১১ ছক্কায় রেকর্ড সেঞ্চুরি

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম


ডেভিড পরের ফিফটি তুলেছেন ২১ বলে। তবু অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরিই করেছেন ডেভিড। ১৭তম ওভারের প্রথম বলে রোমারিও শেফার্ডের বলে চার মেরে সেঞ্চুরি তুলে নেন। এই বাউন্ডারিতে নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার জয়ও। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি ছিল জশ ইংলিশের। স্কটল্যান্ডের বিপক্ষে ৪৩ বলে সেঞ্চুরি করেছিলেন। ডেভিডের করা ৩৭ বলের সেঞ্চুরিটি টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে তৃতীয় দ্রুততম।
অধিনায়ক শাই হোপের সেঞ্চুরিতে আজ বড় সংগ্রহই তুলেছিল আগে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ। সংগ্রহটা আরও বড় হতে পারত, তবে শেষ ৫ ওভার ওয়েস্ট ইন্ডিজ তুলেছে মাত্র ৪৯ রান। ৫৭ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন হোপ। বোলিং ইনিংসেও এক পর্যায়ে ৮৭ রানে অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নিয়েছিল হোপের দল। তবে ডেভিড ও মিচেল ওয়েনের রেকর্ড জুটিতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ ১২৮ রান তুলেছেন দুজন, তাও ৪৬ বলে। ভেঙেছেন মিচেল মার্শ ও টিম ডেভিডের আগের রেকর্ড (৯৭ রান)।
ডেভিড ছক্কার ঝড় তুলেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি আন্দ্রে রাসেলের ব্যাট দিয়ে। ম্যাচ শেষে সে কথা জানিয়েছেন ডেভিড, ‘ড্রে রাস (আন্দ্রে রাসেল)এর ব্যাটটা এক বছর ধরে সঙ্গে করে বয়ে বেড়াচ্ছিলাম। মনে হলো, আজই সেটা ব্যবহার করার সবচেয়ে উপযুক্ত সময়।’
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন

-68ed3a37ee5f5.jpg)



