
রায়পুরে খালে সড়ক ভোগান্তিতে কৃষক



আব্দুল মালেক নিরব: লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের লেংড়া বাজারে সরকারি খালে মাটি ভরাট করে তৈরি করা হয়েছে সড়ক। এতে ইরি চাষে চরম ভোগান্তিতে পড়েছে কৃষকরা। এমনটাই অভিযোগ করেছেন তারা।খালটি ডাকাতিয়া নদীর সঙ্গে সংযোগ রয়েছে। পানি উন্নয়ন বোর্ডেও (পাউবো) মালিকানাধীন ২০০ বছর আগের এ খালটি বিভিন্ন স্থানে সড়ক দেন এলাকার মানুষ। তবে পানি চলাচলের জন্য তারা পাইপ (রিংগ) দিয়েছেন। কিন্তু এবার পাইপ ছাড়াই সড়ক করেছেন মোহাম্মদ হোসেন ও ফিরোজ আলমসহ কয়েকজন প্রভাবশালী। এমন চিত্র দেখা গেছে।
কেরোয়া গ্রামের কৃষক আব্দুল খালেক ও আবদুল মান্নান বলেন, শত বছর থেকে এ খালের পানি দিয়ে ইরি-বোরো ধান চাষ করছি। কখনও এ খালে পানির সংকট দেখেননি। কিন্তু এখন খালে সেচের পানির সংকট রয়েছে। খালে সড়ক করায় আট-দশ একর জমিতে ইরি চাষ করতে পারছেন না কৃষকরা। অভিযুক্ত মোহাম্মদ হোসেন বলেন, বিপরীতে খালের অপর পাড়ে বাড়ি হওয়ায় যাতায়তের জন্য সড়কটি করেছি। পরে পানি চলাচলের জন্য পাইপ স্থাপন করব।জানতে চাইলে,পানি উন্নয়ন বোর্ডের রায়পুর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী ইদ্রিছ আলী বলেন, খালটি পাউবোর মালিকানাধীন। খালে বালু ফেলে সড়ক তৈরির অনুমতি দেয়া হয়নি। কেউ এমন করলে ব্যবস্থা নেয়া হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





