১৪ অক্টোবর ২০২৫

রেকর্ড তাপমাত্রা ভেঙে দিনাজপুরে স্বস্তির বৃষ্টি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রেকর্ড তাপমাত্রা ভেঙে দিনাজপুরে স্বস্তির বৃষ্টি
বাংলাপ্রেস ডেস্ক: রেকর্ড তাপমাত্রা ভেঙে দিনাজপুরে বুধবার দুপুরে প্রায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলায় আজ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ আসাদুজ্জামান জানান, বিকেল ৩টার দিকে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এরই মাঝে জেলায় প্রায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সারাদেশে গত কয়েকদিন থেকেই বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। ফলে এক প্রকার অতিষ্ট হয়ে ওঠেছে জনজীবন। রহমতের বৃষ্টি কামনায় বিভিন্ন স্থানে সালাতুল ইস্তিসকার নামাজও আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সারাদেশে তীব্র তাপদাহের কারণে ৮ জুন পর্যন্ত দেশের সব মাধ্যমিক স্কুলে শ্রেণি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবাহওয়া অধিদফতর থেকে দেশজুড়ে মৃদু থেকে তীব্র দাবদাহের সতর্কবার্তা দেয়া হয়েছে। এ কারণে ৮ জুন পর্যন্ত দেশের সব মাধ্যমিক স্কুলে শ্রেণি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাসও আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন