বাংলাপ্রেস ডেস্ক: অবশেষে নিশ্চিত হলো কিলিয়ান এমবাপ্পের নতুন জার্সি নম্বর। আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে নাম্বার ১০ জার্সি পরবেন ফরাসি তারকা। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে সপ্তাহের শুরুতে এমবাপ্পে এক্সে শুধু ‘১০’ লিখে পোস্ট দেন, যা তার নতুন জার্সি নম্বরের ইঙ্গিত ছিল।তবে এতদিন পর্যন্ত ক্লাব আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। অবশেষে ওয়েবসাইট ও নতুন ভিজ্যুয়ালের মাধ্যমে সেই নীরবতা ভাঙল রিয়াল মাদ্রিদ।নাম্বার ১০ জার্সি রিয়াল মাদ্রিদে দীর্ঘদিনের ঐতিহ্যের প্রতীক। এর আগে লুকা মদ্রিচ, মেসুত ওজিল, ক্লারেন্স সিডরফের মতো তারকারা এই জার্সি পরেছেন।সৃজনশীলতা, নান্দনিকতা ও খেলার শিল্পীর প্রতীক হিসেবে ধরা হয় এই নম্বরকে।ফরাসি এই তারকা বহু বছরের গুঞ্জনের পর গত গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দেন। প্রথম মৌসুমে তিনি ৯ নম্বর জার্সি পরেছিলেন। তবে এইবার ১০ নম্বরে পরিবর্তনে বোঝা যায় যে জাবি আলোনসোর অধীনে দলের নতুন প্রজেক্টে তার ভূমিকা আরো কেন্দ্রীয় হয়ে উঠছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]