বাংলাপ্রেস ডেস্ক: রংপুরে শুরু হচ্ছে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এ স্লোগানকে সামনে রেখে আজ রবিবার (২৭ জুলাই) বিকেলে রংপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামীকাল সোমবার (২৮ জুলাই) শুরু হচ্ছে টুর্নামেন্টটি। এতে অংশ নিচ্ছে জেলার আট উপজেলার আটটি দল।উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে রংপুর সদর ও কাউনিয়া উপজেলা দল।
লোগো উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, ক্রীড়া সংস্থার সদস্য তৌহিদুর রহমান, শেখ রেজোয়ান, ফারহান তানভীর ফাহিম, ক্রীড়া সংগঠক মঞ্জুর আহমেদ আজাদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমতিয়াজ আহমেদ ইমতি প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, ‘মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। ইউনিয়ন-উপজেলা থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় দলে অবদান রাখবে, এটাই আমাদের লক্ষ্য।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]