বাংলাপ্রেস ডেস্ক: ১৯৬ রান তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ ৩ ওভারে দরকার ছিল ৬৯। হাতে ২ উইকেট। মাহিদুল ইসলাম ও কামরুল ইসলাম এখান থেকে আর কি–ই–বা করতে পারতেন! যতটা সম্ভব পাল্টা লড়াই চালিয়েছেন তাঁরা। রংপুর রাইডার্স ম্যাচ হেরেছে আসলে নিজেদের ইনিংসে প্রথম ১০ ওভারেই!
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছিল রংপুর। গায়ানার প্রায় দুই শ ছুঁইছুঁই সংগ্রহ তাড়া করতে নেমে ১০ ওভার শেষে তাঁদের স্কোর ৬৫/৩। ইব্রাহিম জাদরান, কাইল মেয়ার্স ও সৌম্য সরকারের মতো গুরুত্বপূর্ণ ৩ ব্যাটসম্যানকে হারানোর পাশাপাশি দ্রুত রানও তুলতে পারেনি রংপুর। শেষ ১০ ওভারে ১৩২ রান তোলার চাপটা তাই নিতে পারেনি নুরুল হাসানের দল।
২০ তম ওভারের শেষ বলে কামরুল আউট হওয়ায় ১৯.৫ ওভারে ১৬৪ রানে অলআউট হয় রংপুর। ৩২ রানের জয়ে গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম শিরোপা জিতল আমাজন ওয়ারিয়র্স।
গত বছর এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম আসরে শিরোপা জিতেছিল রংপুর।
বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি > এস পি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]