বাংলাপ্রেস ডেস্ক: কিছু রেকর্ড আছে যা কখনো ভাঙা যায় না। আজ ওভালে তেমনি এক রেকর্ড গড়েছেন জো রুট। বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ৬০০০ রানের রেকর্ড গড়েছেন তিনি।
চাইলেও এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না।প্রথম বলে কথা। ২০১৯ সালে শুরু হওয়া টুর্নামেন্টে ৬৯তম টেস্ট খেলে এই কীর্তি গড়েছেন ইংল্যান্ডের ব্যাটার। অন্যরা এখনো পাঁচ হাজার রানও স্পর্শ করতে পারেননি। দুইয়ে থাকা স্টিভেন স্মিথের রান ৫৫ টেস্টে ৪২৭৮।৪ হাজারের কীর্তি স্পর্শ করেছেন আরেক ব্যাটার। তিনিও অস্ট্রেলিয়ান। ৫৩ টেস্টে ৪২২৫ রান করা মারনাস লাবুশানে। রেকর্ড গড়ার পথে গত ৬ বছরে ২০ সেঞ্চুরি হাঁকিয়েছেন রুট।সংখ্যাটা অবশ্য বাড়তে পারে। কেননা ওভালে সেঞ্চুরি পেতে আর মাত্র ২ রান প্রয়োজন ৩৪ বছর বয়সী ব্যাটারের। বিপরীতে ফিফটি হাঁকিয়েছেন ২৩টি।
ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে রেকর্ড গড়ার দিনে আরো বেশ কিছু কীর্তি গড়েছেন রুট। ভারতের বিপক্ষে এক সিরিজে সর্বোচ্চ তিনবার ৫০০ রানের বেশি করা ব্যাটার এখন তিনি।যৌথভাবে ২ বার করেছেন এভারটন উইকেস, জহির আব্বাস, ইউনিস খান, গ্যারি সোবার্স ও রিকি পন্টিং। ঘরের মাঠে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যাটার তিনি। তার মতো নিজ নিজ ঘরের মাঠে ৫৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন জ্যাক ক্যালিস ও মাহেল জয়াবর্ধনেও। অন্যদিকে সর্বোচ্চ ৬১ ইনিংস খেলেছেন পন্টিং।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]