১৫ অক্টোবর ২০২৫

সালথায় জমি ফিরে পেতে ক্ষতিগ্রস্থ পরিবারের মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সালথায় জমি ফিরে পেতে ক্ষতিগ্রস্থ পরিবারের মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামে নির্মাণাধীন গুচ্ছগ্রামের সামনে গত শনিবার (১৮.০৫.১৯) সকালে মালিকানা জমি ফিরে পেতে ক্ষতিগ্রস্থ পরিবার মানববন্ধন করেছে। জানা গেছে, উপজেলার আটঘর ইউনিয়নের ৩০ নং গৌড়দিয়া মৌজার এসএ ৫৬৩ নং ক্ষতিয়ানের ৬১৮ নং দাগের ২৬ শতক জমির উপর ভূমি মন্ত্রণালয়ের অর্থায়নে সিপিজিআর প্রকল্পের অধীনে গুচ্ছগ্রাম নির্মাণ করছে। জমি ফিরে পেতে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও এলাকাবাসী উক্ত ফসলি জমির উপর মানববন্ধন করে। এ মানববন্ধনে জমির মালিকানা দাবী করে তারা বলেন, আরএস ও এসএ রেকর্ড অনুযায়ী পৈতৃক সূত্রে আমরা এই জমির ভোগদখল করে আসছি। বর্তমান বিএস খতিয়ানে ভূলবশত আমাদের নাম কর্তন হয়েছে, যাহা সংশোধণকল্পে মুনসেফ আদালতে একটি অভিযোগ করেছি। এমতবস্থায় উক্ত দাগের জমির সরকার কর্তৃক গুচ্ছ গ্রামের কাজ শুরু করেছে। যা আমাদের উপর জুলুম করা হচ্ছে। তারা সরকারের নিকট গুচ্ছগ্রামের কাজ বন্ধ করে জমি ফিরে দেওয়ার দাবী জানান। উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম বলেন, সরকারী জায়গার উপর গুচ্ছগ্রাম নির্মাণ করা হচ্ছে। জমির মালিকানা দাবী করে কেউ আমাদের কাছে আসেননি।

বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন