১৪ অক্টোবর ২০২৫

সাত বছর পর জিম্বাবুয়ে দলে ফেরার অপেক্ষায় ক্রেমার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সাত বছর পর জিম্বাবুয়ে দলে ফেরার অপেক্ষায় ক্রেমার
বাংলাপ্রেস ডেস্ক:  দীর্ঘ বিরতির পর দেশের ক্রিকেটে ফিরলেন সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক ও লেগস্পিনার গ্রেম ক্রেমার। ৩৮ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার ন্যাশনাল প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ইতিমধ্যে তিনি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা আঞ্চলিক বাছাইপর্বের জন্য নির্বাচিত হয়েছেন। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জিম্বাবুয়ের নেতৃত্ব দেওয়া ক্রেমার ক্রিকেট ছেড়ে গলফে মনোযোগ দেন এবং পরে পরিবার নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান।সেখানে কোচিংয়ের পাশাপাশি রাজস্থান রয়্যালস একাডেমিতেও কাজ করেছেন তিনি। তবে ঘরের মাঠে ফিরেই তাকাশিঙ্গা প্যাট্রিয়টস ১-এর হয়ে মাত্র দুই ম্যাচে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে জানান দিয়েছেন নিজের ক্ষুরধার ফর্মের কথা। গত ৩ আগস্ট কুইন্স স্পোর্টস ক্লাবের বিপক্ষে ৪৩ রানে ৪ উইকেট নিয়ে দলের ১৩৪ রানের জয়ে বড় ভূমিকা রাখেন ক্রেমার। সেই ম্যাচে দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে ফিরেছেন ব্রেন্ডন টেলরও।মাঠে দুই অভিজ্ঞ তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বসিত সমর্থকরা। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জিম্বাবুয়ে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা আঞ্চলিক বাছাইপর্ব। আট দলের এই টুর্নামেন্ট থেকে শীর্ষ দুই দল পাবে মূলপর্বে খেলার সুযোগ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ (সহ-আয়োজক জিম্বাবুয়ে) সামনে রেখে ক্রেমার-টেলরের এই প্রত্যাবর্তন দলকে নতুন করে আশাবাদী করে তুলেছে।গতবার যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলতে পারেনি উগান্ডার কাছে বাছাইপর্বে হেরে। আর ২০১৫ সালের পর কোনো ওয়ানডে বিশ্বকাপে জায়গা পায়নি (২০১৯ ও ২০২৩—দুটো আসরেই বাদ পড়েছে)। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন