১৪ অক্টোবর ২০২৫

সফল ভাবে ‘ইন্টার ইউনিভার্সিটি ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট-২০১৮’এর ফাইনাল অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সফল ভাবে ‘ইন্টার ইউনিভার্সিটি ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট-২০১৮’এর ফাইনাল অনুষ্ঠিত

আজিজুল হাকিম পাভেল, জাককানইবি থেকে : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ক্যারিয়ার ক্লাব আয়োজিত ‘ফান্ড এসএমই প্রেজেন্টস ইন্টার ইউনিভার্সিটি ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট-২০১৮’ এর ফাইনাল প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ টিম ডাম্বেলডোর। রানার আপ হয়েছে ব্রাক বিশ্ববিদ্যালয়ের টিম ত্রিডি প্লেয়ার।

বুধবার (১২ ডিসেম্বর) সকালে ক্যারিয়ার ক্লাব মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর।

প্রতিযোগিতাটিতে সর্বোমোট ৫৮ টি সরকারি,বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।প্রতিযোগিতায় ৫০০ এর অধিক আইডিয়া জমাকৃত সেরা ৫০ টি আইডিয়া কে দ্বিতীয় রাউন্ডে প্রতিযোগিতা করার সুযোগ প্রদানপূর্বক সেরা ১০ টি দলকে গ্রান্ড-ফিনালেতে আইডিয়া উপস্থাপনের সুযোগ প্রদান করে ক্লাবটি।

ফাইনালে অংশগ্রহনকারী সেরা ১০ দশটি দল যথাক্রমে:

ওলফ প্যাক;ঢাকা বিশ্ববিদ্যালয়, স্ট্রেটিজিক মাইন্ড; নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়,

ত্রিনোভেট;জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,

অভিযাত্রিক;রাজশাহী বিশ্ববিদ্যালয়,

স্কিলা;বুয়েট, লাইফ সাপোর্ট; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, টিম ত্রিডি প্লেয়ার; ব্রাক বিশ্ববিদ্যালয়, ব্লেজ ওয়ারিয়র;বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, টিম ডাম্বেলডোর; আইবিএ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিজ-সাস্ট; শাহজালাল বিজ্ঞানন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

ফাইনালে অংশগ্রহনকারী দলগুলোর সার্বিক আবাসন সহায়তায় রয়েছে হোটেল আমির ইন্টার ন্যাশনাল।

চূড়ান্ত পর্বে বিজয়ী ডাম্বেলডোর; (চ্যাম্পিয়ন) মেম্বারদের ১৫০০০ টাকা ও রানার আপ টিম ত্রিডি প্লেয়ার; মেম্বারদের ৫০০০ টাকা প্রদান করা হয়।এছাড়াও ক্রেস্ট,সার্টিফিকেট, ৪ হাজার ৭০০ টাকা মূল্যমানের প্রফেশনাল অনলাইন কোর্স সহ বাকি ৮ টি দলকে ক্রেস্ট,সার্টিফিকেট ও ফ্রি প্রফেশনাল অনলাইন কোর্সের সুযোগ প্রদান করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন