১৪ অক্টোবর ২০২৫

সিনেমা হলে বসেই দেখা যাবে নীল ছবি !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সিনেমা হলে বসেই দেখা যাবে নীল ছবি !

বাংলাপ্রেস ডেস্ক: জীবনে কখনও নীল ছবি দেখেননি এমন মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে৷ কিন্তু তা সত্ত্বেও সকলকে জানিয়ে এ কাজ নৈব নৈব চ! এ ছবি দেখার জন্য একটু আড়াল আবডালই পছন্দ অনেকের৷ কিন্তু আপনি কি বাঁধা গতের বিপরীতে হাঁটতে চান? প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে চান এক্স মার্কা ছবি? ভাবছেন নিশ্চয়ই এ আবার কী প্রশ্ন৷ সকলের সঙ্গে বসে নীল ছবি? ইচ্ছা থাকলেও, তা আবার সম্ভব নাকি? অবাক কিংবা বিরক্ত হওয়ার মতো কিছুই হয়নি৷ কারণ, সত্যিই পথচলা শুরু হয়েছে ফাইভ ডি পর্ন প্রেক্ষাগৃহের৷

মাদকতায় ভরপুর এ শহরের বুকে রয়েছে ছবির মতো সাজানো সব ক্যানাল। এছাড়াও রয়েছে আন ফ্রাঙ্কের বাড়ি, ভ্যান গখ মিউজিয়াম৷ বহু মানুষ ওই দর্শনীয় স্থানের টানে ছুটে আসেন৷ বুঝতেই পারছেন আমস্টারডামের কথাই বলা হচ্ছে৷ এই শহরকে আরও বেশি উপভোগ্য করে তোলার জন্য তৈরি হয়েছে ফাইভ ডি পর্ন সিনেমা হাউজ৷ প্রেক্ষাগৃহের ভিতরে বসে যেকোনও প্রাপ্তবয়স্ক মানুষই উপভোগ করতে পারবেন যৌন উত্তেজনা৷ চোখের সামনে শুধু রগরগে ছবিই নয়৷ সঙ্গে এই প্রেক্ষাগৃহে রয়েছে দুলুনি দেওয়া চেয়ার৷ তেমনই আবার রয়েছে বিভিন্ন ধরনের হাওয়ার বন্দোবস্ত আর ওয়াটার জেট। যা আপনাকে এক অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী থাকতে সাহায্য করবে৷ নীল ছবি দেখতে দেখতে আপনি কখনও পাবেন ঠান্ডা হাওয়া৷ আবার কখনও শরীরে জেগে উঠবে অন্য শিহরণ৷ ওই চেয়ার বসে ‘পিকে’ ছবিতে আমির খানের আবিষ্কার করা সেই ডান্সিং কারের কথাও মনে পড়ে যেতে পারে আপনার ৷

কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ওই প্রেক্ষাগৃহে খুব বেশি জায়গা নেই৷ একসঙ্গে বসতে পারেন অন্তত ১৮ জন দর্শক৷ কিন্তু এখন প্রশ্ন হল কারা যাবেন পর্ন ছবির টানে প্রেক্ষাগৃহে? কর্তৃপক্ষের আশা, শুধু পর্যটকরাই নন৷ যাঁরা জীবনকে প্রতিদিন নতুন করে উপভোগ করতে চান, তাঁরা এই প্রেক্ষাগৃহে আসবেন৷ সাধারণত ডাচরা একটু অন্যরকম জীবনধারায় বিশ্বাসী৷ তাই এই প্রেক্ষাগৃহে যে তাঁরা একবার না একবার ঢুঁ মারবেন, তা আর নতুন করে বলার কিছু নেই৷ কর্তৃপক্ষের দর্শকদের প্রতি একটাই আবেদন, একা নয়৷ এক্কেবারে সঙ্গী বা সঙ্গিনীর হাত ধরে আপনিও চলে যেতেই পারেন এই প্রেক্ষাগৃহে৷ বিছানার পরিবর্তে না হয় একদিন একটু অন্যরকমভাবে যৌনতাকে উপভোগ করলেন দু’জনে৷

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন