
স্মীথ আর বিপিএল খেলছে না

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

ক্রীড়া প্রতিবেদক : ইনজুরির কারণে আর খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক স্টিভ স্মিথ। দেশে ফিরে যাচ্ছেন তিনি। দলের সাথে নিয়মিত অনুশীলনও করছিলেন না স্মিথ। যদিও দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন স্মিথের ইনজুরির কোনো ইঙ্গিত দেননি।
তবে অবশেষে জানা গেছে, এই চোটের কারণে শুধু অনুশীলন সেশনই নয়, স্মিথের কাছ থেকে দূরে যাচ্ছে বিপিএলের ম্যাচও!
শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে রাজশাহী কিংসের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্মিথ দেশে ফিরে যাচ্ছেন বলে নিশ্চিতভাবেই এই ম্যাচে দলের নেতৃত্বে আসবে পরিবর্তন। স্মিথের পরিবর্তে দলের আইকন ক্রিকেটার ও গত আসরের অধিনায়ক তামিম ইকবালকেই দেওয়া হতে পারে নেতৃত্বের ভার।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন

-68ed3a37ee5f5.jpg)



