
সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির সাথে শামসুল হক সরকারের মত বিনিময়


এম আর আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সাথে মত বিনিময় করলেন সমাজসেবক শামসুল হক সরকার। ২ মে রাত ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকরা সমাজের দর্পন। এই সমাজে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। যেকোন ব্যক্তি সে নিজেকে নিয়েই নিজ স্বার্থে ব্যাস্ত থাকেন কিন্তু সাংবাদিকরা সমাজ, দেশ তথা সারা বিশ্বকে নিয়ে চিন্তা করেন এবং সুন্দর সমাজ গঠনে লিখনির মাধ্যমে তুলে ধরেন বিভিন্ন খবরা খবর। নির্লসভাবে কাজ করা ঝুঁকিপূণ্য এই পেশায় সমাজের সকলকে তাদের সহযোগিতা করার আহবান জানান সৈয়দপুরের বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর জনাব শামসুল হক সরকার। তিনি ইতিমধ্যে মসজিদ মাদ্রাসা, মন্দির, কবরস্থান, শ্বশ্নানঘাট ও মাদক বিরোধী সমাবেশে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।
সৈয়দপুর ছাড়াও পাশ্ববর্তী এলাকাগুলোতেও বিভিন্ন রকম সাহায্যের পাশাপাশি দরিদ্রদের চিকিৎসা সহ কর্মসংস্থান সৃষ্টি করে মানুষের পাশে থেকে বিশেষ ভূমিকা রেখে চলেছেন। এই জন্য তিনি মানুষের কাছে দানবীর হিসেবে পরিচিত লাভ করেছেন। মত বিনিময় সভায় উপস্থিত ছিল সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিকে সাইদুল, সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, সহ সভাপতি খন্দকার সোহেল আহম্মেদ, যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক এম আর আলী টুটুল, প্রচার সম্পাদক খলিল, জিয়া চৌধুরী, ওয়াহেদুজ্জামান এস কে আলসহ অন্যন্য সদস্যরা।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





