১৪ অক্টোবর ২০২৫

সৈয়দপুরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সৈয়দপুরে ইউএনও’র হস্তক্ষেপে  বাল্য বিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

এম আর আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে এক স্কুল ছাত্রী। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ রাতে এ বাল্য বিয়ে ভন্ডুল হয়। ওই দিন রাতে শহরের কুন্দল পশ্চিম পাড়া মহল্লার মজিবর রহমানের ছেলে কামাল হোসেন লেবুর সাথে বাঙ্গালীপুর নয়াপাড়া গ্রামের সামাদের কন্যা ১০ম শ্রেণির ছাত্রী সুমনা (১৫) এর সাথে বিয়ের প্রস্তুতি চলছিল। বরযাত্রী, কাজী ও এলাকাবাসী হাজির। এমন সময় বাল্য বিয়ে ঘটনাটি সংবাদকর্মীদের নজরে আসলে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়।

বিয়ের অনুষ্ঠানে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়াসহ পুলিশ সদস্য। ঘটনা টের পেয়ে বরযাত্রীর লোকজন পালিয়ে যায়। এলাকাবাসীর সামনে বরপক্ষ ও কনের পরিবার সুমনার বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না বলে লিখিত অঙ্গিকার নামা দিয়ে রক্ষা পান। ফলে বিয়েটি ভন্ডুল হয়ে যায় এবং বাল্য বিয়ে থেকে রক্ষা পায় ওই স্কুল ছাত্রী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া বলেন, অল্প বয়সী মেয়েদের যাতে বিয়ে না হয় সেজন্য সরকার বিনামূল্যে বইসহ উপবৃত্তি দিয়ে আসছে। ওই বয়সে মেয়েদের শারিরিক বৃদ্ধি ঘটে তাই বিয়ে ঝুকিপূর্ণ। যেকোন মূল্যে বাল্য বিবাহ প্রতিহত করা হবে।

বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন