
সৈয়দপুরে পার্লার মেকাপ আর্টিস্টদের কমিটি গঠন


রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে বিউটি পার্লার বাংলাদেশ হেয়ার এন্ড মেকাপআর্টিস্ট এ্যাসোসিয়েশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সৈয়দপুর সাংগঠনিক নীলফামারী জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
গত শনিবার বিকালে সৈয়দপুর শহরের শহীদ ডাঃ জিকরুল হক রোডে সরকার এন্টারপ্রাইজের সম্মেলন কক্ষে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সৈয়দপুরের ৪০টি বিউটি পার্লারের বিউটিশিয়ানরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব রফি আহমেদ। বিউটিশিয়ান তাসলিমা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন, কোহিনুর আক্তার লিপি, ফারহানা ইসলাম, ফিরোজা সুলতানা ইতি, মারুফা মুক্তি, উন্মে কুলসুম বেগম মুন্নি, সায়রা আলম প্রমুখ।
বক্তারা বলেন, বিউটি পার্লার ব্যবসার মাধ্যমে মানুষের সুকুমার প্রবৃত্তিকে লালন করছি আমরা। এ পেশাকে আরো জনপ্রিয় করতে দেশ ব্যাপী আমাদের সংগঠনকে বিস্তৃত করা হয়েছে। পরে তাসলিমা সরকার শিউলী কে সভাপতি ও কোহিনুর আক্তার লিপিকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। অন্যান্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক ফারানা ইসলাম, অর্থ সম্পাদক ফিরোজ সুলতানা ইতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মারুফা মুক্তি, কার্যকারী সদস্য উন্মে কুলসুম বেগম মুন্নি ও সায়রা আলম।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





