
সোনমের আংটির দাম কত?

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

চার বছরের প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন সোনম কাপুর। বিগ ফ্যাট ওয়েডিং বলতে যা বোঝায় তাদের বিয়ে ঠিক তেমনই ছিল। সংগীত থেকে মেহেদি, তারপর বিয়ে, রিসেপশন— সবই হয়েছে ধুমধাম করে।
এখনো সেই বিয়ের গল্পে মশগুল নেট দুনিয়া। যার মধ্যে অন্যতম সোনমের এনগেজমেন্ট রিং, যার দাম জেনে চোখ কপালে উঠে যাচ্ছে অনেকের।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, সোনমের হিরের আংটির দাম ৯০ লাখ রুপি। বি-টাউনের সেলেব্রিটিদের দামি আংটির তালিকায় ঢুকে পড়েছে তার আংটিও।
তারকাদের মধ্যে সব থেকে দামি আংটি রয়েছে শিল্পা শেঠি, কারিনা কাপুর খান ও আনুশকা শর্মার হাতে। শিল্পার বিয়ের আংটির দাম ৩ কোটি রুপি। কারিনা ও আনুশকার আংটির দাম ১ কোটি টাকা।
এছাড়াও দামি আংটির অধিকারিণীদের মধ্যে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, আসিন, বিদ্যা বালান, রানি মুখার্জি, এষা দেওল, লারা দত্ত ও জেনেলিয়া ডিসুজা।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



-68eb4afad18dd.jpg)

