১৪ অক্টোবর ২০২৫

স্পেনকে কাঁদিয়ে ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
স্পেনকে কাঁদিয়ে ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড
বাংলাপ্রেস ডেস্ক:  ইউরোর ফাইনালে নাটকীয় এক জয়ে শিরোপা ধরে রাখল ইংল্যান্ড নারী ফুটবল দল। রোমাঞ্চকর টাইব্রেকারে ৩-১ ব্যবধানে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরা হলো সারিনা ভিগম্যানের দল। ফাইনালের নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে স্কোরলাইন ছিল ১-১। প্রথমার্ধে স্পেন এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ক্লোই কেলির দারুণ ক্রস থেকে গোল করে সমতায় ফেরান আলেসিয়া রুসো।এরপর শুরু হয় টাইব্রেকারের স্নায়ুযুদ্ধ। সেখানেই আবারো নায়িকা হয়ে ওঠেন কেলি। শেষ শটটি জালে জড়িয়ে নিশ্চিত করেন ইংল্যান্ডের জয়। এই জয় ইংল্যান্ড নারী দলের ইতিহাসে এক নতুন অধ্যায়।দেশের বাইরে প্রথম কোনো বড় টুর্নামেন্ট জয়ের স্বাদ পেল তারা। কোচ সারিনা ভিগম্যানও গড়লেন অনন্য কীর্তি। দুই ভিন্ন দেশের কোচ হয়ে ইউরো জয়ের হ্যাটট্রিক। এর আগে নেদারল্যান্ডসের কোচ হয়ে ইউরো জিতেছেন এই কোচ।বিশ্ব ও নেশন্স লিগ জয়ী স্পেন ম্যাচে প্রথমে এগিয়ে যায় ২৫তম মিনিটে। ওনা বাতিয়ের ক্রসে দারুণ হেডে গোল করেন মারিওনা ক্যালদেন্তে। লরেন জেমস চোট পেয়ে মাঠ ছাড়লে, প্রথমার্ধের শেষে ক্লোই কেলি নামেন মাঠে। তার আগমনে বদলে যায় ইংল্যান্ডের গতি। ৫৭তম মিনিটে কেলির নিখুঁত ক্রসে হেড করে সমতা ফেরান আলেসিয়া রুসো। ম্যাচের বাকি সময়জুড়ে স্পেন আধিপত্য দেখালেও ইংলিশ রক্ষণ ভেঙে দিতে ব্যর্থ হয়। অতিরিক্ত সময়েও গোল না আসায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারের শুরুতেই ইংলিশ ফরোয়ার্ড বাথ মিডের শট ঠেকান স্প্যানিশ গোলকিপার কাটা কোল। তবে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান গোলকিপার হান্নাহ হাম্পটন। তিনি ঠেকান কালদেন্তে ও বিশ্বসেরা মিডফিল্ডার আইতানা বোনমাতির শট।যখন মনে হচ্ছিল ম্যাচ আবার জমে উঠছে, স্প্যানিশ ফরোয়ার্ড সালমা পারালুয়েলো শট নষ্ট করলে সুযোগ আসে ক্লোই কেলির সামনে। সেই চেনা ভঙ্গিতে প্র্যাঙ্কিং রান-আপ নিয়ে বল জালে পাঠান কেলি, ভাসিয়ে দেন ইংলিশ গ্যালারি। টানা দ্বিতীয় ইউরো জয়ের আনন্দে মাতোয়ারা পুরো ইংল্যান্ড শিবির।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন