১৪ অক্টোবর ২০২৫

সরাসরি বিশ্বকাপ-২০২০ খেলতে পারবে না বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
সরাসরি বিশ্বকাপ-২০২০ খেলতে পারবে না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা: টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২০ আসরে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া ওই বিশ্বকাপে সরাসরি খেলা দলের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাতে দেখা যাচ্ছে, বাংলাদেশকে গ্রুপপর্বের পরীক্ষায় উতরে মূল আসরে জায়গা করে নিতে হবে।

সরাসরি বিশ্বকাপ খেলবে ৮ দল। বাকিদের আসতে হবে বাছাইপর্ব ও গ্রুপপর্বের ধাপ পেরিয়ে। টাইগারদের সঙ্গে গ্রুপপর্বে খেলতে হবে তিনবার ফাইনাল খেলা শ্রীলঙ্কাকেও। ২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ।

অস্ট্রেলিয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১২ দল। র‍্যাঙ্ককিংয়ের শীর্ষ আটের সঙ্গে শিরোপার লড়াইয়ে থাকবে আরও চার দল। র‍্যাঙ্কিংয়ের নয় ও দশ নম্বরে থাকা দু’দলকে গ্রুপপর্ব খেলে মূলপর্বে আসতে হবে। সেজন্য আইসিসি টি-টুয়েন্টি বাছাইপর্ব থেকে উঠে আসা ছয় দলের সঙ্গে লড়তে হবে টাইগার-লঙ্কানদের। যা থেকে ৪ দল বিশ্বমঞ্চে খেলার ছাড়পত্র পাবে। হালনাগাদ র‍্যাঙ্কিংয়ের নবম স্থানে আছে তিনবার টি-টুয়েন্টি বিশ্ব আসরের ফাইনাল খেলা শ্রীলঙ্কা। আর দশে রয়েছে বাংলাদেশ। সরাসরি সুযোগ না পেলেও তাই বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে না দু’দলেই।

মঙ্গলবার আইসিসির বিবৃতিতে বলা হয়, ৩১ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আট দল সরাসরি ২০২০ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। শীর্ষ তালিকায় রয়েছে- পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।

বাংলাদেশের বিশ্বকাপ খেলার ব্যাপারে অভয় দিচ্ছেন টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ১২ দলের মূলপর্বে টাইগাররা স্থান করে নেবে বলেই মনে করছেন তিনি।

‘সরসরি খেলা দলের না থাকলেও আমি আত্মবিশ্বাসী যে, বাছাইপর্ব পার হয়ে মূলপর্বে আমরা ভালোই করব। নিজেদের দিনে আমরা যেকাউকে হারাতে সক্ষম, আর সে জন্যেই টুর্নামেন্ট থেকে নিজেদের দূরে থাকার কোনো কারণ দেখি না আমি। এখনো হাতে বেশ সময় আছে, এই সময়ের মধ্যেই আমরা টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার মতো অবস্থায় নিজেদের মানিয়ে নেব।’

বিশ্বসেরা টাইগার অলরাউন্ডারের আরও সংযোজন, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সিরিজ জিতেছি। সেটা খুব বেশিদিন আগেও না। টি-টুয়েন্টিতে সক্ষমতার ব্যাপারে ওই পারফরম্যান্স আমাদের প্রচুর আত্মবিশ্বাস জোগাবে।’

আইসিসির টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে বাংলাদেশ। ২০১৮ সালটা টি-টুয়েন্টিতে বেশ ওঠা-নামার মধ্যেদিয়ে গেছে টাইগাররা। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় নিধাস ট্রফিতে ফাইনাল খেলার আগে যুক্তরাষ্ট্রে বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারিবীয়দের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতে তারা। সেই দলই শ্রীলঙ্কার কাছে ২-০, ভারতের অনুষ্ঠিত আফগানিস্তানের কাছে ৩-০ ও গেল মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন