
স্বপ্নতেই চাকরি নিশ্চিত হলো দুধ চুরি করা সেই বাবার



বাংলাপ্রেস ডেস্ক: অর্থাভাবে সন্তানের জন্য দুধ চুরি করতে যাওয়া সেই বাবাকে চাকরি দিয়েছে সুপার শপ স্বপ্ন।
রোববার (১২ মে) রাজধানীতে স্বপ্নের প্রধান কার্যালয়ে তার সাক্ষাৎকার নেন স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির নাসির। পরে তাকে প্রতিষ্ঠানটির জেনারেল মার্চেন্ডাইজ বিভাগে ‘সোর্সিং এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেয়া হয়।
স্বপ্ন’র পক্ষ থেকে জানানো হয়, ওই বাবার দুধ চুরি চেষ্টার বিষয়টি অনলাইনে ভাইরাল হওয়ার পর থেকেই তাকে খোঁজা শুরু করে প্রতিষ্ঠানটি। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলামের মধ্যস্থতায় তার সঙ্গে যোগাযোগ করে স্বপ্ন। এরপর তাকে আজ সাক্ষাৎকারের জন্য আসতে বলা হয় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে।
সাব্বির নাসির আরও বলেন, স্বপ্ন বরাবরই যে কোনো মানবিক ইস্যুর প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং থাকবে। তারই ধারাবাহিকতায় আজকের এই বাস্তবায়ন। আমরা ঘটনা জানা মাত্রই তাকে স্বপ্নতে বাজার করার জন্য পাঁচ হাজার টাকার ভাউচার দেয়ার ঘোষণা দেই। আর আজ তিনি তার যোগ্যতাতেই চাকরি পেলেন।
নিয়োগপত্র হাতে পেতে স্বপ্নের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ওই বাবা।
তিনি জানান, তিন মাস চাকরি নেই বলে ঘরে ছোট বাচ্চার জন্য দুধ কেনার টাকা নেই। তাই স্বপ থেকে দুধের কৌটা চুরি করার মতো কাজটি করতে যাই।
ওই বাবার দুধের কৌটা চুরির ঘটনাটি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন ডিএমপি’র জ্যেষ্ঠ সহকারী কমিশনার জাহিদুল ইসলাম। পোস্টে তিনি জানান, স্বপ্ন থেকে দুধ চুরি করে পালাচ্ছিলেন সেই বাবা। জিজ্ঞেস করলে তিনি জানান, তিন মাস চাকরি নেই বলে ঘরে ছোট বাচ্চার জন্য দুধ কেনার টাকা নেই। আর এজন্য তিনি কাজটা করতে যাচ্ছিলেন।
জাহিদুল ইসলামের সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নজরে আসে স্বপ্ন কর্তৃপক্ষেরও। শেষ পর্যন্ত তারা ওই বাবাকে চাকরি দিলো।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





