১৪ অক্টোবর ২০২৫

সয়াবিন তেলের দাম কমলো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সয়াবিন তেলের দাম কমলো
বাংলাপ্রেস ডেস্ক : দেশে ভোজ্যতেলের দাম লিটারে ৮ থেকে ১০ টাকা কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও কমানোর সিদ্ধান্ত জানান আমদানিকারক ও পরিশোধন মিল মালিকেরা। বুধবার (১২ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে। মঙ্গলবার (১১ জুলাই) পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবলস অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার অব অ্যাসোসিয়েশন নতুন এ দাম ঘোষণা করেছে। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার সয়াবিন তেল (খোলা) ৮ টাকা এবং বোতলজাতে ১০ টাকা কমানো হয়েছে। এছাড়া পাম তেল (খোলা) ৫ টাকা এবং বোতলজাতে ১২ টাকা দাম কমানো হয়েছে। আগে খোলা সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার ১৬৭ টাকা, এখন ৮ টাকা কমিয়ে করা হয়েছে ১৫৯ টাকা। বোতলের এক লিটার সয়াবিন তেলের দাম ছিল আগে ১৮৯ টাকা, এখন ১০ টাকা কমিয়ে করা হয়েছে ১৭৯ টাকা। আর ৫ লিটার বোতলের দাম ছিল ৯১৬ টাকা, তা কমিয়ে ৮৭৩ টাকা করা হয়েছে। এছাড়াও প্রতি লিটার খোলা পাম তেলের দাম আগে ছিল ১৩৩ টাকা। এখন লিটারে ৫ টাকা কমিয়ে করা হয়েছে ১২৮ টাকা। একই সঙ্গে পাম তেলের এক লিটার বোতলের দাম ছিল ১৬০ টাকা। এখন ১২ টাকা কমিয়ে লিটারপ্রতি ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন