
শ্যামলীতে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার ২

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস ঢাকা: রাজধানীর শ্যামলীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শাওন ও সুমি নামের দুই দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনই ফুটপাতের দোকানি বলে জানা গেছে। এ ব্যাপারে শেরেবাংলা নগর থানার ওসি গনেশ গোপল বিশ্বাস গণমাধ্যমকে
বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী ভিসার কাজে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্যামলীতে আসেন। এ সময় পাশের দোকানদার শাওন তার সঙ্গে অশোভন আচরণ করে। ওই শিক্ষার্থী প্রতিবাদ করলে পাশের পান দোকানদার সুমি শাওনের সঙ্গে মিলে ওই শিক্ষার্থীকে মারধর করে। তিনি জানান, ওই ঘটনার পর ওই শিক্ষার্থী থানায় যৌন হয়রানির অভিযোগ করেন। পরে পুলিশ গিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে। ওসি বলেন. তার অভিযোগ এখন মামলা হিসেবে গণ্য হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





