১৪ অক্টোবর ২০২৫

স্যাভিনিওকে হারালে আরেক ব্রাজিলিয়ানকে নিতে পারে ম্যানসিটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
স্যাভিনিওকে হারালে আরেক ব্রাজিলিয়ানকে নিতে পারে ম্যানসিটি
বাংলাপ্রেস ডেস্ক:  ম্যানচেস্টার সিটি তাদের ব্রাজিলিয়ান তারকা স্যাভিনিওকে হারাতে বসেছে। টটেনহাম হটস্পারে এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে দলে টানতে মরিয়া হয়ে উঠেছে। এ অবস্থায় বিকল্প হিসেবে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগোর দিকে নজর দিয়েছে সিটি। ইংলিশ গণমাধ্যমের খবর, সিটি তাকে দলে ভেড়াতে প্রস্তুত ৭০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত খরচ করতে।
টটেনহাম এর আগে ক্রিস্টাল প্যালেসের এবেরেচি এজেকে দলে নিতে চাইলেও ব্যর্থ হয়। ৬৮ মিলিয়ন পাউন্ডে লন্ডনেরই আরেক ক্লাব আর্সেনালে যোগ দেওয়ার খবর শোনা যাচ্ছে। ফলে বড় তারকা সাইনিংয়ের খোঁজে থাকা স্পার্স এখন স্যাভিনিওকে লক্ষ্য বানিয়েছে। যদিও সিটি এখনই তাকে ছাড়তে চায় না, তবে যদি খেলোয়াড় নিজে ট্রান্সফারের আবেদন করেন এবং টটেনহাম গ্রহণযোগ্য প্রস্তাব দেয়, তবে গার্দিওলার দল বিকল্প খুঁজতে বাধ্য হবে। ইতোমধ্যেই নজরে এসেছে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। তবে তাকে দলে নিতে চায় লিভারপুলও, যদি তারা আলেকজান্ডার ইসাককে সই করাতে ব্যর্থ হয়। আর্সেনালও আগে আগ্রহ দেখালেও এখন আর সেই আর্থিক সামর্থ্য তাদের নেই। রদ্রিগো ২০২৩-২৪ মৌসুমে রিয়ালের হয়ে ১৭ গোল ও ৮ অ্যাসিস্ট করেছিলেন এবং দলের ঐতিহাসিক ট্রেবল জয়ে বড় ভূমিকা রেখেছিলেন।তবে গত মৌসুমে তিনি ছন্দ হারান, লা লিগায় মাত্র ৬ গোল ও ৫ অ্যাসিস্ট করতে সক্ষম হন। সবমিলিয়ে ১৪ গোল ও অ্যাসিস্ট করেন এই ব্রাজিলিয়ান। অন্যদিকে, স্যাভিনিও গত মৌসুমে জিরোনার হয়ে দুর্দান্ত খেলেছিলেন। লা লিগায় ৪১ ম্যাচে ৯ গোল ও ১০ অ্যাসিস্ট করেন এবং মৌসুমের সেরা একাদশে জায়গা পান। জ্যাক গ্রিলিশের বিদায়ের পর যদি সাভিনিওকেও হারায় সিটি, তবে আক্রমণভাগে বড় পরিবর্তন আসবে।আর টটেনহাম জেমস ম্যাডিসনের গুরুতর চোটের কারণে মরিয়া হয়ে একটি বড় নামের খোঁজ করছে। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন