১৪ অক্টোবর ২০২৫

টার্গেট শেষে রাজশাহীকে বেঁধে ফেলল রংপুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
টার্গেট শেষে রাজশাহীকে বেঁধে ফেলল রংপুর

বাংলাপ্রেস খেলাধুলা দপ্তর: গত তিনদিন ধরে রান বন্যায় ভাসছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এক ম্যাচে দুই শতক মোট চারটি শতকের ইনিংস দেখেছে এই মাঠ। কিন্তু হঠাৎ যেন অচেনা আচরণ শুরু করছে আজ চতুর্থ দিনে এসে।দিনের প্রথম ম্যাচও হয়েছে কম রানের। দ্বিতীয় ম্যাচেও একই দশা! রাজশাহী কিংস টস জিতে সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাট করার। তাতে ২০ ওভার শেষে ৮ উইকেটে সবমিলে ১৪১ রান করেছে কিংসরা।

রাজশাহীর দুই ওপেনার জনসন চার্লস আর সৌম্য সরকার মিলে শুরুটা ভালো করতে পারেনি। প্রথমে ১২ রান করে ফরহাদ রেজার বলে ক্যাচ দেন মাশরাফি বিন মুর্তজার হাতে।দুই নম্বরে ব্যাট করতে নেমে মুমিনুল করেন ২ বলে ৪ রান। এরপর সৌম্যও ফেরেন ১৪ রান করে শহীদুল ইসলামের বলে।ব্যতিক্রম ছিলেন লরি ইভানস। তার ব্যাটে এসেছে সর্বোচ্চ ৩৫ রান। যদিও তা ৩১ বলে।

কিংস অধিনায়ক মেহেদী মিরাজ করেন ৪ বলে ৬ রান। ক্রিস্টিয়ান জঙ্কার করেন ১১ বলে ১৬ রান।শেষদিকে ফজলে রাব্বির ১৮ আর কায়েস আহমেদ করেন ২২ রান।রংপুরের হয়ে দুর্দান্ত বোলিং করেন নাহিদুল ইসলাম। ৩.৩ ওভার বল করে ১ উইকেট নিলেও রান দেন মাত্র ১৪। এছাড়া ২টি করে উইকেট নেন নাজমুল অপু আর শাহীদুল ইসলাম। ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন ফরহাদ রেজা। ১টি উইকেট নেন নাহিদুল ইসলাম।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন