হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ে তেঁতুলিয়ায়, ১৯
অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় তেঁতুলিয়া বীর মুক্তিযোদ্ধা তমিজউদ্দীন মার্কেটের
দ্বিতলায় আই এফ আই সি (ওঋওঈ) ব্যাংকের উপ-শাখা শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে আই এফ আই সি (ওঋওঈ) ব্যাংকের সহ-মহাব্যবস্থাপক (উগউ) রফিকুল ইসলাম ব্যাংকের শুভ উদ্বোধন করেন। তেঁতুলিয়া আই এফ আই সি (ওঋওঈ) ব্যাংক উপ- শাখার ইনচার্জ ইফরোইম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন, তানভীর হায়দার তনু-পঞ্চগড় শাখা ব্যবস্থাপক।
তেঁতুলিয়া সদর ইউনিয়নের চেযারম্যান মাসুদ করিমসিদ্দিকী, মার্কেটের মালিক বীরমুক্তিযোদ্ধা তমিজউদ্দীন, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী তাজিরুল ইসলাম তাজু, প্রধান শিক্ষক ফজলুল করিম ও সোনালীব্যাংক তেঁতুলিয়া শাখার ব্যবস্থাপক মাসুম।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের
প্রিন্সিপাল এমদাদুল হক, সোনালীব্যাংক তেঁতুলিয়া শাখার ব্যবস্থাপক মাসুম, ট্যুরিস্ট
পুলিশ পঞ্চগড় জোনের এসআই জালাল আহমেদ, তেঁতুলিয়া মডেল থানার এসআই মানিক
ও আহনা কম্পিউটার ট্রেনিংইনস্টিটিউট এর পরিচালক, সাংবাদি এম এ বাসেতসহ
অনুষ্ঠানে জনপ্রতিনিধি ওব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। শেষে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত
হয়।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]