১৪ অক্টোবর ২০২৫

তেঁতুলিয়ায় জনসচেতনতা বৃদ্ধিতে বিজিবির মতবিনিময় সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
তেঁতুলিয়ায় জনসচেতনতা বৃদ্ধিতে বিজিবির মতবিনিময় সভা
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া ( পঞ্চগড়) প্রতিনিধিঃপঞ্চগড়ের তেঁতুলিয়ায় সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজনে বাংলাদেশ বিজিবি। রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তেঁতুলিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পাইলট মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৮ বিজিবির পঞ্চগড় অধিনায়ক লে. কর্নেল মাহফুজুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও তেঁতুলিয়া বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম বীর প্রতিক আবদুল মন্নান,ইউপি সদস্য,গণমাধ্যম কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। লে. কর্নেল মাহফুজুল হক গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, আপনারা সীমান্তে বসবাস করছেন। সীমান্তবর্তী এলাকায় জনসাধারণ হিসেবে সীমান্তে শান্তিশৃঙ্খলা ও এলাকার পরিবেশ পরিস্থিতি ঠিক রাখার জন্য আপনাদের অনেক দায়িত্ব-কর্তব্য রয়েছে। তিনি বলেন,আমাদের থেকে আপনাদের বেশি দায়িত্ব-কর্তব্য বেশি রয়েছে। কারণ আপনারা এখানে যুগের পর যুগ বসবাস করে আসছেন। আপনাদের কাজকর্ম প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন। আমাদের পাশেই প্রতিবেশি দেশ ভারত। সীমান্তে তাদেরও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কর্তৃপক্ষ রয়েছে। সিকিউরিটি ফোর্স আছে। তাদের সাথে আপনাদের প্রতিনিয়ত দেখা সাক্ষাত হয়। সীমান্ত প্রবাহিত যে মহানন্দা নদী রয়েছে। সেই নদীতে যারা পাথর তুলে জীবিকা নির্বাহ করছেন। মূলত আমরা আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা যতটুকু কাজ করে থাকি, তা আপনাদের সহযোগিতা ছাড়া দায়িত্ব পালন সম্ভব নয়। এ জন্য আইনশৃঙ্খলা কাজে যারা জড়িত তাদেরকে আপনাদেরই একটা অংশ মনে করতে হবে। বিশেষত সীমান্ত বসবাসকারী হিসেবে আপনাদেরকে সহনশীল হতে হবে। ওপারে সীমান্তরক্ষী বাহিনীর সাথে কোন প্রকার খারাপ আচরণ করা যাবে না। ভাল ব্যবহার,ভাল আচরন, বন্ধুত্বের সম্পর্কের বজায় রেখে চলতে হবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন