১৪ অক্টোবর ২০২৫

টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন শান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন শান্ত
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্তর অধ্যায় শেষ হলো কলম্বো টেস্টে পরাজয়ের মধ্য দিয়ে। শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে হারার পর ম্যাচ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। খেলার মাঠে পরাজয়ের বাইরে, এটি ছিল আরও বড় এক সিদ্ধান্ত। শান্ত জানান, তিনি ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। ২০২৪ সালে তিন সংস্করণেই অধিনায়কত্বের দায়িত্ব পান শান্ত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নেতৃত্বের ভার যেন তার কাঁধ থেকে একে একে খসে পড়েছে। বছরের শুরুতেই তিনি টি–টোয়েন্টি নেতৃত্ব ছেড়ে দেন, যেখানে দায়িত্ব বুঝে নেন লিটন দাস। এরপর শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে হঠাৎ করেই ওয়ানডে নেতৃত্ব তুলে দেওয়া হয় মেহেদী হাসান মিরাজের হাতে—যেটি শান্ত নিজেও জানতে পারেননি সময়মতো। সেই থেকেই গুঞ্জন ছিল, টেস্ট নেতৃত্ব নিয়েও হয়তো আর আগ্রহী নন তিনি। যদিও কলম্বো টেস্ট শুরুর আগেও এই বিষয়ে মুখ খুলতে চাননি শান্ত। কিন্তু শেষ পর্যন্ত দলের ব্যর্থতা ও নেতৃত্বসংক্রান্ত জটিলতা মিলিয়ে, ম্যাচ শেষে সংবাদমাধ্যমে তিনি জানিয়ে দেন,‘টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন