১৪ অক্টোবর ২০২৫

ত্রিদেশীয় সিরিজ জয় বাংলাদেশের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ত্রিদেশীয় সিরিজ জয় বাংলাদেশের

বাংলাপ্রেস ডেস্ক: সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেনের বিধ্বংসী ইনিংসে ফাইনালের গেরো কাটলো বাংলাদেশের। প্রথম ত্রিদেশীয় শিরোপা জিতল বাংলাদেশ।

ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। ২১০ রানের লক্ষ্য পেরিয়ে গেছে ৭ বল বাকি থাকতে।

৪১ বলে নয় চার ও তিন ছক্কায় ৬৬ রান করেন সৌম্য। অফ স্টাম্পের বাইরের বল লং অফ দিয়ে মারতে দিয়ে টাইমিং করতে পারেননি। লং অফ থেকে অনেকটা দৌড়ে এসে ক্যাচ মুঠোয় নেন শেলডন কটরেল। মুশফিকুর রহিমএলবিডব্লিউ হওয়ার আগে ২২ বলে দুটি ছক্কা ও দুটি চারে ৩৬ রান করেন। মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনকে দ্রুত হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে টানছেন মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহ। ফ্যাবিয়ান অ্যালেনের এক ওভার থেকে তিন ছক্কা ও এক চারে ২৫ রান তুলে নিয়ে সমীকরণ একদম সহজ করে ফেলেন মোসাদ্দেক। ২৩ বলে তুলে নেন নিজের দ্বিতীয় ফিফটি। ২৪ বলে পাঁচ ছক্কা ও দুই চারে ৫২ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক, ২১ বলে ১৯ রানে মাহমুদউল্লাহ।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২৪ ওভারে ১৫২/১ (হোপ ৭৪, আমব্রিস ৬৯*, ব্রাভো ৩*; মাশরাফি ০/২৮, সাইফ ০/২৯, মুস্তাফিজ ০/৫০, মোসাদ্দেক ০/৯, মিরাজ ১/২২, সাব্বির ০/১২)

বাংলাদেশ: (লক্ষ্য ২৪ ওভারে ২১০) ২২.৫ ওভারে ২১৩/৫ (তামিম ১৮, সৌম্য ৬৬, সাব্বির ০, মুশফিক ৩৬, মিঠুন ১৭, মাহমুদউল্লাহ ১৯*, মোসাদ্দেক ৫২*; নার্স ০/৩৫, হোল্ডার ০/৩১, রোচ ০/৫৭, গ্যাব্রিয়েল ২/৩০, রিফার ২/২৩, অ্যালেন ১/৩৭)

ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে বাংলাদেশ ৫ উইকেটে জয়ী

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন