১৪ অক্টোবর ২০২৫

টস হেরে ব্যাট করছে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
টস হেরে ব্যাট করছে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক: সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে মাঠের লড়াইয়ে বাংলাদেশ। ক্রিকেটের বিশ্বমঞ্চে ১০ দলের লড়াইটা জমেছে বেশ। উড়ন্ত ইংল্যান্ডকে মাটিতে নামিয়ে আগুনে ঘি ঢেলে দিয়েছে শ্রীলঙ্কা। এতে সেমিফাইনালে যাওয়ার রাস্তা খুলেছে বাদ পড়ার শঙ্কায় থাকা কয়েকটা দলের জন্য। সুযোগটা হাতছাড়া করতে চায় না টাইগাররা। আশা বাঁচাতে জিততে হবে প্রতিটি ম্যাচই।

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও হেরেছে মাশরাফি বাহিনী। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করে ক্রিকেট দুনিয়ার মন জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। হাতছোঁয়া দূরত্বে গিয়েও পরাজয় পেরুতে না পারার আক্ষেপে জয়ের ক্ষুধায় মরিয়া স্টিভ রোডসের শিষ্যরা।

ছাড় দিতে নারাজ আফগানরাও। জীবনযুদ্ধে টিকে থাকার লড়াইটা যাদের সাহস যোগায় ক্রিকেট মাঠেও। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলেছে পুরো ৫০ ওভার। পরের ম্যাচে হার এড়াতে না পারলেও ভিত নড়িয়ে দিয়েছে ভারতের। লড়াকু পারফর্মেন্সের পর চনমনে আফগান শিবির। স্পিন শক্তির দলটা পরীক্ষায় ফেলতে চায় বাংলাদেশকেও।

এমন পরিস্থিতিতে সোমবার সাউদাম্পটের রোজবোলে টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

চোট কাটিয়ে এই ম্যাচে একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও মোসাদ্দেক হোসেন। বাদ পড়েছেন রুবেল হোসেন ও সাব্বির রহমান।

অন্যদিকে হযরতউল্লাহ জাজাই ও আফতাব আলম বাদ পড়েছেন আফগান দল থেকে। ফিরেছেন দৌলত জাদরান ও সামিউল্লাহ শিনওয়ারি।

আফগানিস্তান একাদশ

সামিউল্লাহ শিনওয়ারি, গুলবাদিন নাঈব (অধিনায়ক), রহমত শাহ, হাশমতুল্লাহ শাহীদী, আজগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলীখিল (উইকেট রক্ষক), রশীদ খান, দৌলত জাদরান ও মুজিব উর রহমান।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন