১৪ অক্টোবর ২০২৫

টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বুধবার পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বার্মিহামের এজবাস্টনে হচ্ছে ম্যাচটি। বৃষ্টির কারণে টস হতে ৩০ মিনিট বিলম্ব হয়েছে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

সেমির লড়াইয়ে টিকে থাকতে আজ জিততেই হবে সরফরাজদের। আর পাকিস্তানের বিপক্ষে জয় দিয়েই শেষ চার নিশ্চিত করতে চায় টুর্নামেন্টে এখনও অপরাজিত থাকা নিউজিল্যান্ড।

দুই দলের ১০৬ দেখায় ৫৪টিতে জিতেছে পাকিস্তান। আর ৪৮ ম্যাচে বিজয়ী দল নিউজিল্যান্ড। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে কিউইরাই। সবশেষ ১৫ দেখায় মাত্র ২টি জিততে পেরেছে পাকিস্তান। তাই এ ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামতে যাচ্ছে গাপটিল-টেইলররা।

সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের জয়ে দারুণ উজ্জীবিত পাকিস্তান। হারিস সোহেলদের দারুণ ব্যাটিংয়ের পর আমির-ওয়াহাব রিয়াজের গতির ঝড়ে ৪৯ রানের হারে বিদায় নিশ্চিত হয় প্রোটিয়াদের। এর আগে স্বাগতিক ইংল্যান্ডকেও হারায় পাকিস্তান। বড় দ্ইু দলের বিপক্ষে জয় আত্মবিশ্বাসী করেছে মিকি আর্থারের শিষ্যদের। নিউজিল্যান্ডের বিপক্ষেও তাই জয় চায় পাকিস্তান।

অন্যদিকে, উইলিয়ামসনের নিউজিল্যান্ড শুরু থেকেই দারুণ ছন্দে। ছয় ম্যাচের পাঁচটিতে জিতেছে, বৃষ্টির জন্য একটি ম্যাচ পণ্ড। সেমি ফাইনাল নিশ্চিত করতে পাকিস্তানকে সুযোগ দিতে চায় না কিউইরা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন