১৫ অক্টোবর ২০২৫

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ দল। লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে টস জিতে বেছে নিয়েছেন ব্যাটিং। ম্যাচটি কলম্বোর প্রেমাদাসায় অনুষ্ঠিত হচ্ছে।

প্রসঙ্গত, ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম টস হারলেন তামিম ইকবাল। তামিম জানালেন, টস জিতলে ব্যাটিং নিতেন তিনিও।

টিভি পর্দা ও অনলাইনে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই সম্প্রচারিত হবে বিটিভি, গাজী টিভি ও মাছরাঙা টিভিতে। এছাড়া অনলাইনে সনি লিভ অ্যাপ কিংবা র্যা বিটহোল এন্টেরটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

দেশের বাইরেও বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচারিত হবে তিন ম্যাচের এ ওয়ানডে সিরিজ। ভারতের ক্রিকেটপ্রেমীরা ম্যাচগুলো সরাসরি দেখতে পারবে স্টার স্পোর্টসের পর্দায়। এছাড়া, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ সরাসরি সম্প্রচার করবে স্কাই স্পোর্টস ক্রিকেট ও স্কাই স্পোর্টস নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও কানাডার অধিবাসীরা দেখতে পারবে ফক্স স্পোর্টস। আর দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্ট এবং কানাডায় এটিএন ক্রিকেট প্লাসে ম্যাচগুলো সরাসরি দেখানো হবে।

সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে প্রেমাদাসা স্টেডিয়ামে। ২৮ ও ৩১ জুলাই বসবে সিরিজের বাকি দুই ম্যাচ। তিনটি ম্যাচই দিবারাত্রির।

আজকের ম্যাচে বাংলাদেশ একাদশ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন