১৪ অক্টোবর ২০২৫

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায় ফ্যাফ ডু প্লেসিস। ফলে আগে ব্যাটিং করছে টাইগাররা।

তামিম ইকবাল একাদশে রয়েছেন। চোট থাকলেও তাকে রেখেছে ম্যানেজমেন্ট। সাইফউদ্দিনকে নিয়েও দুশ্চিন্তা ছিলো। কিন্তু একাদশে রয়েছেন দুজন। স্থান হয়েছে মোসাদ্দেক হোসেনেরও, তবে জায়গা হয়নি সাব্বির রহমানের।

ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচ হেরে শুরু করা দক্ষিণ আফ্রিকা দলেও আছে পরিবর্তন। প্রথম ম্যাচে মাথায় আঘাত পাওয়া আমলা নেই, ফিরেছেন ডেডিড মিলার। রয়েছেন ক্রিস মরিসও

এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে এ দুদল একে অপরের মুখোমুখি হয়েছে ২০ বার। ১৭টিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ৩টিতে। টাইগারদের এ ৩ জয়ের ১টি এসেছে ২০০৭ বিশ্বকাপে। বাকি দুটি ২০১৫ সালের দ্বিপক্ষীয় সিরিজে।

সব শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ- ১০.১ ওভারে ৬৬/১।

বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ :

কুইন্টন ডি কক (উইকেটকিপার), এইডেন মারক্রাম, ফাফ দু প্লেসি, রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, জেপি দুমিনি, আন্দিলে ফেলুকোয়ায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও ইমরান তাহির

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন