১৪ অক্টোবর ২০২৫

তথ্যচিত্রে মারাদোনা হয়ে গেলেন ‘প্রতারক’!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তথ্যচিত্রে মারাদোনা হয়ে গেলেন ‘প্রতারক’!

ক্রীড়া ডেস্ক: নিজের জীবনী অবলম্বনে তৈরি তথ্যচিত্রে দিয়েগো মারাদোনা হয়ে গেলেন ‘প্রতারক’। ক্ষুব্ধ আর্জেন্তাইন মহানায়ক জানিয়ে দিলেন, তথ্যচিত্রটি তিনি দেখবেন না। আগামী মাসেই মুক্তি পেতে চলেছে ‘দিয়েগো মারাদোনা: রেবেল. হিরো. হাসলার. গড।’

ছবিটির টাইটেলে ‘হাসলার’ শব্দটি নিয়েই যত বিতর্ক। এর অর্থ, টাকার জন্য যে ব্যক্তি অন্যদের ঠকায়, প্রতারণা করে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তথচিত্রের টাইটেল নিয়ে তীব্র আপত্তি তোলেন মারাদোনা। মেক্সিকো বিশ্বকাপের মহানায়ক বলেন, ‘‘আমি ফুটবল খেলেছি। বলের পিছনে দৌড়ে অর্থ রোজগার করেছি। কিন্তু কারও সঙ্গে প্রতারণা করিনি। ওঁরা দর্শক টানার জন্য যদি শব্দটা রাখে, তা হলে কিন্তু ভুল করছে।’’প্রাক্তন আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘‘তথ্যচিত্রের টাইটেল আমার মোটেও পছন্দ হয়নি। আর টাইটেল পছন্দ না হলে, আমি ছবিটা দেখতেই যাব না। আপনারাও যাবেন না।’’

কিংবদন্তি ফুটবলারকে নিয়ে তথ্যচিত্রটি তৈরি করেছেন ব্রিটিশ পরিচালক আসিফ কাপাডিয়া। গত রবিবার কান চলচ্চিত্র উৎসবে মারাদোনার জীবনী নিয়ে বানানো তথ্যচিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। মারাদোনা অবশ্য তা দেখেননি। মেক্সিকোর ক্লাব ফুটবলে কোচিং করাচ্ছেন তিনি। সেই কারণেই তথ্যচিত্রের প্রিমিয়ার শো দেখা হয়নি মহানায়কের।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন