১৪ অক্টোবর ২০২৫

উগান্ডায় ফেসবুক-টুইটারের ওপর কর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
উগান্ডায় ফেসবুক-টুইটারের ওপর কর
বাংলাপ্রেস ঢাকা: মানুষজনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর কর বসাতে একটি আইন পাস করেছে উগান্ডার পার্লামেন্ট। এর ফলে আফ্রিকার এই দেশের মানুষদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার ও টুইটার ব্যবহারে প্রতিদিন গুনতে হবে ২০০ শিলিং। যা মার্কিন টাকার হিসেবে পাঁচ পয়সা। খবর বিবিসি, সি নেটের। সোশ্যাল মিডিয়া মানুষজনকে খোশগল্পের প্রতি উৎসাহ যোগাচ্ছে এমন যুক্তি দেখিয়ে এই আইনের সমর্থন ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ইয়োউয়েরি মুসেভেনি। আগামী ১ জুলাই থেকে দেশটিতে নতুন এই আইন কার্যকর হবে। তবে এটি কীভাবে বাস্তবায়ন করা হবে সেটি নিয়ে ধোঁয়াশা রয়েছে। নতুন আবগারি শুল্ক (সংশোধিত) বিলে আরও অন্যান্য সার্ভিসের ওপর করারোপের কথা বলা হয়েছে। যেমন মোবাইলে অর্থ লেনদেনের মোট মূল্যের ওপর শতকরা ১ ভাগ করারোপের কথা বলা হয়েছে নতুন এই আইনে। এমনিতেই খুব একটা ব্যাংকিং সেবা ব্যবহার করেন না উগান্ডার মানুষজন। তাই সুশীল সমাজের অভিযোগ যে নতুন আইনের কারণে ক্ষতির মুখে পড়বে উগান্ডার গরিবরা। এদিকে উগান্ডার প্রেসিডেন্ট মুসেভেনি গেলো মার্চ থেকেই এই আইনের ব্যাপারে দেশটির অর্থমন্ত্রীকে চাপ দিয়ে যাচ্ছেন। এমনকি তিনি অর্থমন্ত্রী মাতিয়া কাসাইজাকে এ বিষয়ে চিঠিও লিখেন। প্রেসিডেন্ট তার চিঠিতে লিখেন, সোশ্যাল মিডিয়া থেকে যে রাজস্ব পাওয়া যাবে তা ‘ওলুগামবো বা গসিপিংয়ের পরিণতির সঙ্গে খাপ খাওয়াতে’ দেশকে সহায়তা করবে। যদিও উগান্ডার অর্থ প্রতিমন্ত্রী ডেভিড বাহাতি পার্লামেন্টে বলেছেন, ক্রমবর্ধমান জাতীয় ঋণ পরিশোধে কর বৃদ্ধি প্রয়োজন রয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন