১৪ অক্টোবর ২০২৫

উইন্ডিজকে ২৮৯ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
উইন্ডিজকে ২৮৯ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

খেলাধুলা ডেস্ক: পিচ রিপোর্টে বোলারদের শুভকামনা জানানো হয়। সামান্য ঘাস ছিল উইকেটে, শুরুতে পেসারদের কিছুটা সহায়তা পাওয়ার কথা ছিল। সেই সুযোগটাই দুর্দান্তভাবে কাজে লাগিয়েছেন শেলডম কটরেল-ওসানে থমাসরা। শুরুতেই অস্ট্রেলিয়ার চার উইকেট তুলে নেয় তারা। তবে স্মিথের ব্যাটে কিছুটা সামলে উঠে বিশ্ব চ্যাম্পিয়নরা।

অস্ট্রেয়িলা ৪৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৮৯ রান তুলেছে। দলের ২৬ রানে দুই ওপেনার অ্যারন ফিঞ্চ এবং ডেভিড ওয়ার্নার আউট হন। এরপর উসমান খাজাও উইন্ডিজের পেসে নাকাল হয়ে ফিরে যান। আউট হয়ে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েলও।

দলের হাল ধরেন সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। উইকেটরক্ষক অ্যালেক্স কেরির সঙ্গে ৬৭ রানে জুটি গড়েন তিনি। কেরি ফিরে যান ৪৫ রানে। এরপর কুল্টার নাইলকে নিয়ে দারুণ একটি জুটি গড়েন স্মিথ। কিন্তু তারপর আর কাউকে মাঠে শক্ত অবস্থান গড়তে দেয়নি উইন্ডিজ।

এদিকে অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ জানান, টস জিতলে তিনি ব্যাটিংই নিতেন। তবে হোল্ডার জানিয়েছেন, শুরুতে উইকেটের সুবিধা নিয়ে তারা দ্রুত কিছু উইকেট নিতে চান।

অপরদিকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে টানা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ড্যারেন ব্রাভো। তাই তাকে বসিয়ে রেখে টপ অর্ডারে এভিন লুইসকে দলে নেওয়া হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ :

ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, সিমরন হেটামায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, কার্লোস ব্রাথওয়েট, অ্যাসলে নার্স, শেলডম কটরেল, ওসানে থমাস।

অস্ট্রেলিয়া একাদশ :

অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, অ্যালেক্স কেরি, নাথান কুল্টার নাইল, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন