
উড়ন্ত বিমানে মানবিকতার অন্য নজির গড়লেন এই মা


বাংলাপ্রেস অনলাইন: মানবিকতার অন্য নজির গড়লেন এই মা। ‘ডিউটি’-র বেড়া টপকে এমন এক কাণ্ড তিনি ঘটালেন, যার জন্য তাঁকে অভিবাদন জানাচ্ছে গোটা দুনিয়া।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, ঘটনাটি ঘটেছে ফিলিপাইন এয়ারলাইনস-এর একটি বিমানে। ঘটনার নায়িকা সেই বিমানেরই এক বিমান সেবিকা প্যাট্রিশা ওরগানো।
খবরে প্রকাশ, বিমানটি তখন উড়ান নিয়েছে। সব কিছুই নিয়ন্ত্রণে। এমন সময়ে এক শিশুর কান্নার শব্দ। প্যাট্রিশা নিজে সদ্য মা হয়েছেন। তিনি অনুসন্ধান করে দেখেন, এক শিশু খিদের জ্বালায় কাঁদছে। তার মা যথেষ্ট বিপন্ন। কারণ তিনি জানান, শিশুটির জন্য আনা ফর্মুলা মিল্ক অর্থাৎ কিনা ‘টিনের দুধ’ ফুরিয়ে গিয়েছে। ওদিকে বিমানের ভিতরেও তেমন কোনও পরিবর্ত ব্যবস্থাও ছিল না।

প্যাট্রিশা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন। তিনি শিশুটির মা-কে জানান, তিনি শিশুটিকে স্তন্যপান করাতে প্রস্তুত। কথা মতোই কাজ। প্যাট্রিশা শিশুটিকে নিয়ে স্তন্যদান করেন। প্রসঙ্গত, সেই সময়ে উড়ন্ত বিমানেই প্যাট্রিশিয়ার মূল্যান চলছিল প্রোমোশনের জন্য। তিনি সেই কাজ ফেলে রেকেই শিশুটিকে স্তন্যদান করেন। পরে তিনি জানিয়েছেন, মূল্যায়নের সঙ্গে তাঁর এই কাজের কোনও বিরোধ নেই। আর এই কাজ তিনি প্রোমোশনের কথা মাথায় রেখে করেনওনি। এটা একান্তই মাতৃত্বের সহজাত বোধ থেকে উঠে এসেছে।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





