১৪ অক্টোবর ২০২৫

ভারতে আসছেন মেসি, সফর শুরু কলকাতা থেকে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ভারতে আসছেন মেসি, সফর শুরু কলকাতা থেকে
বাংলাপ্রেস ডেস্ক:  আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত ভারত সফরের আনুষ্ঠানিক ঘোষণা মিলেছে। ইভেন্টের আয়োজক সতদ্রু দত্ত শুক্রবার নিশ্চিত করেছেন, ১২ ডিসেম্বর কলকাতায় পা রাখবেন মেসি। এরপর সফরের গন্তব্য হবে আহমেদাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি। ১৫ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের মাধ্যমে সফর শেষ হবে। ২০১১ সালের পর এই প্রথমবার ভারতে আসছেন ফুটবল মহাতারকা। সে বছর আর্জেন্টিনা দল নিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে তিনি এসেছিলেন কলকাতার সল্টলেক স্টেডিয়ামে।দত্ত জানান, আগস্টের ২৮ থেকে সেপ্টেম্বরের ১ তারিখের মধ্যে মেসি সামাজিক মাধ্যমে অফিসিয়াল পোস্টারসহ সফরের বিস্তারিত ঘোষণা করবেন। কলকাতায় ১২ ডিসেম্বর রাতে পৌঁছবেন মেসি এবং এখানে কাটাবেন দুই দিন।১৩ ডিসেম্বর সকালে হোটেল তাজ বেঙ্গলে অনুষ্ঠিত হবে মিট-অ্যান্ড-গ্রীট, যার অংশ হিসেবে থাকবে বিশেষ খাবার ও চা উৎসব। এখানে থাকবে আর্জেন্টাইন ও ভারতীয় আসাম চায়ের ফিউশন, বাংলার ইলিশসহ নানা মাছ ও মিষ্টি। কলকাতায় মেসির সফরসূচিতে থাকছে ভাস্কর্য উন্মোচন, ‘GOAT কনসার্ট’ ও ‘GOAT কাপ’—যেখানে তিনি সৌরভ গাঙ্গুলী, লিয়েন্ডার পেজ, জন আব্রাহাম ও ভাইচুং ভুটিয়ার সঙ্গে সাতজনের প্রদর্শনী ম্যাচে খেলবেন। সকালে তাজ বেঙ্গলে অনুষ্ঠিত হবে মিট-অ্যান্ড-গ্রীট ও বিশেষ খাবার-চা উৎসব, যেখানে থাকবে ইলিশসহ নানা বাঙালি খাবার ও আর্জেন্টাইন মাতে চায়ের ফিউশন। মুম্বাইতে ১৪ ডিসেম্বর ব্রাবোর্নে মিট-অ্যান্ড-গ্রীটের পর ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘GOAT কনসার্ট’ ও ‘GOAT কাপ’। এছাড়াও মেসি অংশ নেবেন প্যাডেল টেনিস প্রদর্শনীতে, যেখানে শাহরুখ খান ও লিয়েন্ডার পেজের খেলার সম্ভাবনা রয়েছে। দিল্লিতে ১৫ ডিসেম্বর মোদির সঙ্গে সাক্ষাতের পর ফিরোজ শাহ কোটলায় হবে সফরের শেষ কনসার্ট ও ম্যাচ। সেখানে বিরাট কোহলি ও শুবমান গিলের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন