
ভারতে সমকামিতার বৈধতা দেয়ায় পর বলিউড অভিনেতা-অভিনেত্রীদের উল্লাস

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম


বাংলাপ্রেস অনলাইন: ভারতে সমকামিতার বৈধতা দেয়ায় পর বলিউড অভিনেতা-অভিনেত্রীরা এ রায়কে স্বাগত জানিয়েছেন। রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন তারা।
রায়ের পর এলজিবিটি আন্দোলনের সমর্থক কর্ণ জোহর, টুইটে রংধনু রঙা পতাকা প্রকাশ করেছেন। অন্যদিকে রায়ের পর আমির খান ধন্যবাদ জানিয়েছেন সুপ্রিমকোর্টকে। রণবীর সিংহ লিখেছেন, লাভ ফর অল। সোনম কাপুরের মতে, এই ভারতকেই তো আমরা ভালোবাসি। আর অভিষেক রামধনুর সঙ্গেই আছেন বলে জানিয়েছেন। প্রীতি জিনতা টুইট করেছেন নানা ছবির কোলাজ।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





