১৪ অক্টোবর ২০২৫

ভারতের ৫১ বছরের অপেক্ষা ফুরালেন জয়সওয়াল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ভারতের ৫১ বছরের অপেক্ষা ফুরালেন জয়সওয়াল
বাংলাপ্রেস ডেস্ক:  ভারতের অপেক্ষটা অবশেষে ফুরাল। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে একজন ওপেনারের ফিফটি হাঁকাতে না পারার অপেক্ষা। সময়ের হিসেবে যা ৫১ বছরের। ভারতের অপেক্ষাটা ফুরিয়েছেন যশস্বী জয়সওয়াল।ম্যানচেস্টার টেস্টে ৫৮ রানের ইনিংস খেলে। সর্বশেষ যে ওপেনার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন তার স্কোরও ছিল সমান ৫৮ রানের। সেই ব্যাটার হচ্ছেন ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার। ১৯৭৪ সালে ৫৮ রানের ইনিংস খেলেন ‘লিটল মাস্টার’ খ্যাত এই ওপেনার।সেই টেস্টের পর এই মাঠে ভারত আরো তিন টেস্ট খেললেও কোনো ওপেনারই ফিফটি হাঁকাতে পারেননি। পূর্বসূরিরা না পারলেও আজ পেরেছেন জয়সওয়াল। বাঁহাতি ব্যাটারের মতো এই সুযোগ ছিল তার ওপেনিং সঙ্গী লোকেশ রাহুলেরও। তবে ৪৬ রানে আউট হওয়ায় পরের ইনিংসের জন্য অপেক্ষা করতে হচ্ছে উইকেটরক্ষক-ব্যাটারকে। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসটি খেলার পথে আজ আরো কিছু কীর্তি গড়েছেন জয়সওয়াল। প্রতিপক্ষের বিপক্ষে ১০০০ রান করা যৌথভাবে দ্বিতীয় ভারতীয় ব্যাটার তিনি। তার মতো ১৬ ইনিংসে হাজার রানের কীর্তি গড়েছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। অন্যদিকে ১৫ ইনিংসে এই কীর্তি গড়ে শীর্ষে আছেন দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়। ২৩ বছর বয়সে ভারতের হয়ে সর্বোচ্চ রানের তালিকায় দুইয়ে তিনি। বাঁহাতি ওপেনারের ২০৮৯ রানের বিপরীতে শচীনের রান ৩৬১৭। ২৩ বছর ২০৭ দিন বয়স হওয়ায় রানের সংখ্যা নিশ্চিতভাবেই আরো বাড়বে জয়সওয়ালের। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন